যুক্তরাষ্ট্র বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউএসবিসিসিআই) আগামী ৩ মে শনিবার নিউইয়র্কের লা গার্ডিয়া ম্যারিয়ট হোটেলে “রিয়েল এস্টেট এক্সপো ২০২৪” আয়োজন করতে যাচ্ছে। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যেখানে ১০০ জনেরও বেশি রিয়েল এস্টেট পেশাজীবী ও ৬০টি প্রতিষ্ঠান অংশ নেবে।গত ৩ এপ্রিল জামাইকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এক্সপোতে প্রথমবারের মতো নিউইয়র্কে বাড়ি ক্রয়ে ১% ডাউন পেমেন্ট, ইসলামিক শরিয়া-সম্মত গৃহঋণ, সরকারি অনুদান এবং মর্টগেজ সুবিধা সম্পর্কে সরাসরি তথ্য ও আবেদনের সুযোগ থাকবে। পাশাপাশি, বিশেষজ্ঞ প্যানেল আলোচনা, বিনিয়োগ কৌশল, আইনি পরামর্শ এবং নতুন ক্রেতাদের জন্য হোম অউনারশিপ গাইড প্রদান করা হবে। আয়োজকদের মতে, এটি শুধু বাড়ি কেনাবেচার মঞ্চ নয়, বরং রিয়েল এস্টেট সেক্টরে সচেতনতা তৈরির একটি উদ্যোগ।
সংবাদ সম্মেলনে ইউএসবিসিসিআই সভাপতি লিটন আহমেদ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। এতে উপস্থিত ছিলেন মিলি ভুইয়া, ইসমাইল আহমেদ, আহাদ আলী সিপিএ, লিস্টেল গ্রাটিও, হাসিব রুবিও, কাজী জাহাঙ্গীর, মোহাম্মদ কবির প্রমুখ।
ইভেন্টে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে হলেও আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। আয়োজকদের ধারণা, ভিড় এড়াতে দর্শকদের অগ্রিম টিকেট বুক করতে হবে।
রেজিস্ট্রেশন ও বিস্তারিত জানতে ভিজিট করুন:
www.usbccireexpo.com/ticket
ইউএসবিসিসিআই-এর লক্ষ্য, প্রবাসী বাংলাদেশীসহ সকল কমিউনিটির জন্য রিয়েল এস্টেট বাজারকে সহজলভ্য করা। সংগঠনের পরিচালক শেখ ফরহাদ বলেন, “এই এক্সপো শুধু লেনদেনের জায়গা নয়, এখানে মানুষ বাড়ি কেনার আগে-পরে কী করবেন, তা শিখতে পারবেন।”