মাহাবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় গুরুত আহত

ডেস্ক রিপোর্ট
  ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৬

বাংলাদেশ ট্যাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার সভাপতি আজম মাহাবুবুর রহমান রহমান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি ফিলাডেলফিয়ার আপার ডার্বি এলাকার বাসিন্দা। 
শুক্রবার (৪ এপ্রিল) রাতে তিনি দুর্ঘটনার শিকার হন। পরে তাকে স্থানীয় জেফারসন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসভবনে বিশ্রামে রয়েছেন।
মাহবুবুর রহমান ফিলাডেলফিয়ার বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। তাঁর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া কামনা করা হয়েছে।