সিটি কাউন্সিল নির্বাবচন

দক্ষিণ এশীয়দের ভোট চান ফাতিমা

ডেস্ক রিপোর্ট
  ০২ নভেম্বর ২০২৩, ১২:৫০

সিটি কাউন্সিলে ডিস্ট্রিক্ট ২৫ এর প্রতিনিধিত্ব করতে প্রার্থী হয়েছেন ফাতিমা বারিয়াব। নিউইয়র্কের কুইন্সে জ্যাকসন হাইটস ও এলমহার্স্ট নিয়ে এই ডিস্ট্রিক্ট। আগামী ৭ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে ফাতিমা তার প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশি অধ্যুসিত জ্যাকসন হাইটসেও ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এবং জনপ্রিয় হয়ে উঠেছেন।
আপনার ভোটই পারে আপনার জীবনকে বদলে দিতে, এমন স্লোগান সামনে রেখে ফাতিমা তার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন।
ভোট প্রার্থনায় অপরাধের প্রতি জিরো টলারেন্সকে সর্বাগ্রে রেখেছেন এই ডিস্ট্রিক্ট কাউন্সিলর প্রার্থী। এছাড়া তারা অগ্রাধিকারের মধ্যে রয়েছে গ্রিন অ্যান্ড ক্লিন নেইবারহুড, সিনিয়র সিটিজেনদের জন্য বাড়তি সেবা, পাবলিক স্কুলগুলোর জন্য তহবিল বাড়ানো, সক্ষমতার ভিত্তিতে সকলের জন্য গৃহায়ণ আর সপ্তাহে সাত দিন ও দিনে ২৪ ঘণ্টা চালু রাখা ডিস্ট্রিক্ট কার্যালয়।
৭ নভেম্বর সবাইকে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে ফাতিমা বলেন, বহুজাতির মূল্যবোধকে উচ্চে তুলে ধরেই এই নির্বাচন লড়াইয়ে নেমেছেন তিনি। অপরাধ কমিয়ে আনার পাশাপাশি জীবন মানের উন্নয়ন ও শিশুদের জন্য একটি উন্নততর ভবিষ্যত নিশ্চিত করতেই কাজ করে যাবেন তিনি।