বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃত তৃনমূলের সকল নেতাকর্মীদের মুক্তি দাবী ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবীতে নিউইয়র্ক মহানগর (দক্ষিণ) বিএনপি প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মোহাম্মদ অলিউল্লাহ আতিকুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) এর সদস্য সচিব মোহাম্মদ বদিউল আলম ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক মাকসুদুল হক চোধুরী। খবর ইউএনএ’র।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক হাবিবুর রহমান সেলিম রেজা এবং সভা পরিচালনা করেন নিউইয়র্ক ষ্টেট বিবিএনপি’র সদস্য সচিব সাইদুর রহমান সাইদ। সভায় উল্লেখযোগ্য দলীয় নেতৃবৃন্দের মধ্যে নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ন সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এম আলম, নিউইয়র্ক মহানগর (দক্ষিণ)-এর যুগ্ম আহবায়ক যথাক্রমে রুহুল আমিন নাসির, জিয়াউল হক মিশন, জোহরা বেগম ও শেখ জহির, নিউইয়র্ক স্টেট বিএনপি’র যুগ্ম আহবায়ক যথাক্রমে নাসিম আহমেদ, নীরা রাব্বানী, দেওয়ান কাওছার ও আরিফুর রহমান, নিউইয়র্ক মহানগর বিএনপি নেতা আজিজুল বারী তিতাস, মোঃ কামাল হাওলাদার, সুলতান আহমেদ ভূইয়া, আব্দুল মান্নান হোসাইন, মোহাম্মদ জামাল হোসেন, নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা মোঃ মোতাহার হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, বীর মুক্তিযোদ্ধা মীর মসিউর রহমান, মুক্তিযোদ্ধা অহেদ আলী মন্ডল, মোঃ আলমগীর হোসেন, রইছ উদ্দিন, জিয়াউর রহমান মিলন, মাহবুবুর রহমান মুকুল, সাবেক ছাত্রনেতা জীবন সফিক, ছাত্রনেতা মাজাহারুল ইসলাম মিরন, মোঃ বাশার, এনায়েত খান, আজিজুল হাওলাদার, মোহাম্মদ জাহাঙ্গীর, মহিলাদল নেত্রী পলি আক্তার, মনি বেগম, সৈয়দা সাইয়াদা বেগম উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ‘ভোটারবিহীন নির্বাচনের সরকার ও জালিম সরকার’ আখ্যায়িত করে দলের গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি দাবী এবং জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী সকল প্রবাসীকে ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলন জোদার করার আহবান জানান।
গিয়াস আহমেদ বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ইসলাম আলমগীর সহ বিএনপি নেতা-কর্মীদের উপর জুলুম-নির্যাতন ও গ্রেফতার প্রমাণ করে শেখ হাসিনা সরকারের পায়ের নীচে মাটি নেই। আওয়ামী লীগ সরকার স্বৈরাচারী সরকারে পরিণত হয়েছে। তাই এই সরকারের পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিকল্প নেই।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের হয়ে জ্যাকসন হাইটসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার ডাইভারসিটি প্লাজায় এসে শেষ হয়।