মন্ট্রিয়লে ফোবানা সম্মেলন ঘিরে মোটরযান শোভাযাত্রা

ডেস্ক রিপোর্ট
  ১৪ জুলাই ২০২৫, ১৪:২০

আসন্ন ৩৯তম ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত হয়ে গেল মোটরযান শোভাযাত্রা।
গত সপ্তাহে মন্ট্রিয়লের ডাউনটাউন এলাকায় আয়োজিত এ র‌্যালির মধ্য দিয়ে আগামী ৩১ অগাস্ট থেকে শুরু হতে যাওয়া তিন দিনব্যাপী সম্মেলনের প্রচার শুরু হয়।
‘বাংলাদেশের ঐতিহ্যে আলোকিত মন্ট্রিয়ল’ স্লোগানে অনুষ্ঠিত এই র‌্যালিতে অংশ নেন আয়োজক সংগঠন ‘কানাডা-বাংলাদেশ সলিডারিটি’র নেতা-কর্মীরাসহ ফোবানার বিভিন্ন পর্যায়ের সদস্যরা।
বাংলাদেশের জাতীয় পতাকা ও নানা রকম পোস্টার-স্টিকারে সজ্জিত গাড়িবহরটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় বাসিন্দারা হাত নেড়ে এ আয়োজনে সাড়া দেন।
র‌্যালি শেষ হয় পার্ক এক্স এলাকার বৌমন্ড পার্কিং লটে। সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে ফোবানা প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট জিয়াউল হক জিয়া। তিনি স্টল বরাদ্দ ও টিকেট সংক্রান্ত বিষয়েও তথ্য জানান।
অনুষ্ঠানে ফোবানার সদস্য সচিব ইকবাল কবীর অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।
এদিকে, ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপারসন আতিকুর রহমান জানান, সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কানাডার স্বাস্থ্যমন্ত্রী মারজরি মাইকেল।
একইদিন আয়োজক কমিটির কনভেনর জিয়াউল হক জিয়া, সদস্য সচিব ইকবাল কবীর ও প্রধান সমন্বয়ক আবুল হোসেন দুলাল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র দেন।
চেয়ারপারসন আতিকুর রহমান জানান, এবারের ফোবানা সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবেন। সম্মেলনে থাকবে সভা-সেমিনার, সাংস্কৃতিক পরিবেশনা এবং বাংলাদেশি সংস্কৃতি ও ইতিহাসভিত্তিক নানা আয়োজন।