বিপুল উৎসাহে বৃহত্তর ময়মনসিংহবাসী ইউএসএ’র বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) নিউইয়র্কের ভ্যালী স্ট্রীম ষ্টেট পার্কে দিনব্যাপী এই বনভোজন অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর এই পার্কে আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো সকালের নাস্তা গ্রহণ, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, দেশীয় খাবারে মধ্যাহ্ন ভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভেচ্ছা বক্তব্য, র্যাফেল ড্র, বিকেলের নাস্তা প্রভৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ সায়েরা খাতুন এবং বিশেষ অতিথি ছিলেন এম এ মতিন ও ডাঃ নাহিদ খান।
চমৎকার আবহাওয়ায় বনভোজনের দিন সকালে বিপুল সংখ্যক প্রবাসী ময়মনসিংহবাসী সপরিবারে বাসযোগে ভ্যালী স্ট্রীম ষ্টেট পার্কে পৌছে মিলিত হন। এছাড়াও আমন্ত্রিত অতিথি সহ আরো অনেকে প্রাইভেট কারযোগে বনভোজনস্থলে পৌছেন। ফলে বনভোজন প্রাঙ্গণ ময়মনসিংহবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম বারী (বাদল) এবং পরিচালনা করেন বনভোজন আয়োজন কমিটির সদস্য সচিব মাহবুব কবির বাবু ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ জামান সান্ত। প্রধান উপদেষ্টা হাফিজুর রহমানের নেতৃত্বে মোহাম্মদ নাসির উদ্দিন, বনভোজন আয়োজন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ ফজলুল হক, এম এ বারী, পৃষ্ঠপোষক মাহবুবুর রহমান লিটন, মাহবুব কবির বাবু, শাহ্ আলম, মশিউর রহমান, নূর মোহাম্মদ ফয়সাল, সৈয়দ ওয়াহিদ উল্লাহ, মহিবুর রহমান জুয়ল, আব্দুল হালিম, মাহবুব রহমান প্রমুখ উদ্বোধনী করেন।
এছাড়াও বনভোজন কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাছির উদ্দিন, সমন্বয়কারী নুরফয়সাল মনি ও প্রচার সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন অন্যান্য কর্মকর্তারা অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানান।