শিশুদের শিক্ষা যাত্রা সহজ করতে এবিসিএসকোর স্কুলব্যাগ বিতরণ কর্মসূচি সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
  ২৭ আগস্ট ২০২৫, ১৫:০০

নিউইয়র্কে আমেরিকান বাংলাদেশি সিভিল সার্ভিস কালচারাল সোসাইটি (এবিসিএসকো) আয়োজিত স্কুলব্যাগ বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। সংগঠনটি নিউইয়র্ক সিটির সিভিল সার্ভিসের বাংলাদেশি কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত।
শনিবার (২৪ আগস্ট) দুইটি স্থানে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রথমটি বেলা ১১টায় কুইন্সের একটি পার্কে এবং দ্বিতীয়টি বিকেল ৪টায় ব্রঙ্কসের আল আকসা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 
শিশু-কিশোরেরা অভিভাবকদের সঙ্গে উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে স্কুলব্যাগ গ্রহণ করে।
ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের সদস্য ও এবিসিএসকোর কর্মকর্তা ইব্রাহিম বারোভুইয়ার নেতৃত্বে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। কুইন্স ও ব্রঙ্কস উভয় স্থানের অনুষ্ঠান পরিকল্পনা, তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর আহমেদ রুবেল, আনোয়ার পারভেজ, ইব্রাহিম বারোভুইয়া, মনজুর কাদেরসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবিসিএসকোর কর্মকর্তারা জানান, আগামীতে আরও বিস্তৃত পরিসরে নিউইয়র্কের প্রতিটি বরোয় স্কুলব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হবে।