কার্ডিফে দারুল ক্বিরাত ইনটেনসিভ তাজবীদ কোর্স’র ক্লাস শুরু

ডেস্ক রিপোর্ট
  ০৩ আগস্ট ২০২৫, ১৩:৪২


পবিত্র আল-কুরআন শুদ্ধ পাঠ ও শিক্ষার ক্ষেত্রে দারুল ক্বিরাত একটি অনন্য প্রতিষ্ঠান। যা শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ইসলামের সঠিক আকিদা ও সংস্কৃতি প্রচারে নিবেদিত। ১৯৫০ সালে শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর প্রতিষ্ঠিত ‘দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট’ আন্তর্জাতিক মানের শিক্ষামূলক সংগঠন।
এই ধারাবাহিকতায় ব্রিটেনের ৬৩টি কেন্দ্রে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫’র শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গত ৩১ জুলাই কার্ডিফের জালালিয়া মসজিদ এন্ড ইসলামি শিক্ষা প্রাতিষ্ঠানে উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে শাখার নাজিম ও প্রধান ক্বারী মাওলানা আব্দুল মুক্তাদিরের মশক্ব প্রদান এবং আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের দোয়া দিয়ে প্রথম দারস শুরু হয়। অনুষ্ঠানে শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের টাষ্টি ও ইউকে বিডি টিভির সম্পাদক মোহাম্মদ মকিস মনসুর, জালালিয়া মসজিদের সেক্রেটারি মুহিবুর ইসলাম মায়া, সহকারী ইমাম হাফিজ মাওলানা জালাল উদ্দিন, ক্বারী মোজাম্মেল আলী, কমিউনিটি সংগঠক আব্দুল মালিক, ক্বারী মোশতাকুর রহমান মাছুম ও ক্বারী রাশেদ আহমদ সহ অন্যান্য বক্তারা উপস্থিত ছিলেন।
মো. মকিস মনসুর বলেন, হযরত আল্লামা ফুলতলী ছাহেব (রহ.) কোরআনের খেদমতে জীবন উৎসর্গ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট আজ আন্তর্জাতিক পর্যায়ে পরিণত হয়েছে এবং বিশ্বব্যাপী কোরআন শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।
মাওলানা আব্দুল মুক্তাদির বলেন, ফুলতলী ছাহেব কেবলার এই খেদমত আজও লক্ষ লক্ষ মানুষের জন্য আলোকবর্তিকা। এটি বাংলাদেশে শুরু হলেও এখন ইউরোপ, আমেরিকা, লন্ডন ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র কুরআনের সঠিক তেলাওয়াত শেখানো হচ্ছে।
আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা ফারুক আহমদ উল্লেখ করেন, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই ট্রাস্টের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী পবিত্র কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা গ্রহণ করছে।
জালালিয়া মসজিদের সেক্রেটারি ও কার্ডিফ অনলাইনের সম্পাদক ক্বারী মোজাম্মেল আলী বলেন, দশ বছরেরও বেশি সময় ধরে কার্ডিফের জালালিয়া মসজিদে দারুল ক্বিরাত কোর্সের মাধ্যমে বিশুদ্ধ কোরআন শিক্ষা পাঠানো হচ্ছে। ইতোমধ্যে অনেক ক্বারী তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা শুদ্ধ কুরআন তেলাওয়াত শিখেছে। এবছর জামাতে জামাতে নতুন সেশান খোলা হয়েছে যা কার্ডিফবাসীর জন্য আনন্দের খবর।
উল্লেখ্য, আগামী ২৪ আগস্ট এওয়ার্ড প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বক্তারা দারুল ক্বিরাতের সফলতা ও প্রসারে মসজিদ কমিটি ও কমিউনিটির সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠানটি বিশেষ দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।