নিউইয়র্কে ‘জ্যামাইকা বাংলাদেশ এসোসিয়েশন ইনক’ (জেবিএ) এর কার্যকরি ও উপদেষ্টা কমিটির যৌথসভা গত ২০ নভেম্বর সোমবার জামাইকার একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। পরিচালনায় ছিলেন সাধারন সম্পাদক রাব্বী সৈয়দ।
সভায় সংগঠনের গঠনতন্ত্র প্রনয়নের জন্য এডভোকেট কামরুজ্জামান বাবুকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিকে বরণ করার লক্ষ্যে একটি অভিষেক কমিটি গঠিত হয়েছে। যার আহবায়ক আহসান হাবিব ও সদস্য সচিব মাকসুদুল এইচ চৌধুরী।
সভায় আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়। যৌথ কমিটি কমিউনিটির কল্যানে ‘জেবিএ কেয়ার সেন্টার’ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই সেন্টারের ঠিকানা হবে ৮৭-৫৪ ১৬৮স্ট্রিট (সেকেন্ড ফ্লোর), জামাইকা, নিউইয়র্ক ১১৪৩২। সংগঠনটি কমিউনিটির সদস্যদের বিনা খরচে ইমিগ্রেশন, মেডিকেশন ও স্বাস্থ্যসেবা, চাকুরি ও সিটিজেনশীপসহ তথ্যমূলক সেবা প্রদান করবে।
সভায় অন্যান্য কর্মকর্তার মধ্যে সংগঠনের সিনিয়র সহ সভাপতি আহসান হাবিব ও মাকসুদুল এইচ চৌধুরী ও রীনা সাহা, সাধারণ সম্পাদক রাব্বী সৈয়দ, সহ সাধারণ সম্পাদক আনজাম সিদ্দিকী রাফি, কোষাধ্যক্ষ আহনাফ আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, সাহিত্য সম্পাদক মঞ্জুর কাদের, সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান বাবু, সহ সাংস্কৃতিক সম্পাদক মরিয়ম মারিয়া, প্রচার সম্পাদক জলি আহমেদ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কামরুজ্জাামান বাবু, সমাজ কল্যাণ সম্পাদক এডভোকেট সামিউল করিম আলমগীর, ক্রীড়া সম্পাদক সজিব চৌধুরী, দপ্তর সম্পাদক বদরুদ্দোজা সাগর, আপ্যায়ন সম্পাদক মোতালিব সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক কবি সালেহা ইসলাম, সদস্য মোহাম্মদ আলী, মোসলেহউদ্দিন খান সেলিম, ডিউক খান, সেলিম খান, ডা. নাফিসুর রহমান, শেখ হায়দার আলী, কাজী জামান বিটু, সুলতান বোখারী, শিবলী নোমানী, মনিউর রহমান জাহাঙ্গীর, শামস চৌধুরী রুশো, সোহেল সীমান্ত, হাফিজ উদ্দিন, ডা. আইরুন নাহার রুলী, নাজিয়া জাহান, মাহবুবুল ফিরোজ, হুমায়ুন কবীর তুহিন ও মোস্তফা অনিক রাজ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপদেষ্টা সদস্যদের মধ্যে মোর্শেদ আলম, আওয়াল সিদ্দিকী, ফখরুল আলম, মোহাম্মদ তৈয়েবুর রহমান হারুন, মোস্তাক আহমেদ নিউটন, আকাশ রহমান, এডভোকেট মতিউর রহমান, রেজাউল করীম চৌধুরী, রাফাত হোসাইন, খলিলুর রহমান, শেখ ইলিয়াস হাবীব, শাহ মোয়াজ্জেম, আলমগীর ভূইয়া, কাজী হেলাল আহমেদ, রুবাইয়া রহমান, মোহাম্মদ কবীর, আকতার রহমান ও ডা. নার্গিস রহমান উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি।