নিউজার্সির ন্যুয়ার্ক সিটিতে মসজিদের ইমামকে গুলি করে হত্যা

নিজস্ব সংবাদদাতা
  ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯

নিউইয়র্ক সিটির অদূরে নিউজার্সির ন্যুয়ার্ক সিটিতে মসজিদের ইমামকে গুলি করে হত্যা করেছে এক দুর্বৃত্ত। ৩ জানুয়ারি বুধবার ফজরের নামাজের পর (আনুমানিক ভোর সোয়া ৬টা) সাউথ অরেঞ্জ এবং ক্যামডেন স্ট্রিটে অবস্থিত মুহাম্মদ মসজিদের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের গুলিতে নিহত মসজিদের ইমামের নাম হাসান শরিফ।
বুধবার সকালে মসজিদের সদর দরজার সামনে থেকে ইমাম হাসান শরীফকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পেটে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার বেলা আড়াইটার দিকে হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর সংবাদ দেয়া হয়।
ঘাতককে চিহ্নিত করা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে এবং এ হত্যাকাণ্ড নিয়ে কোন তথ্য থাকলে তা পুলিশকে সরবরাহ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
এদিকে এই ঘটনায় উত্তর আমেরিকার মুসলমান জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। নিউজার্সির গভর্নর ফিল মারফি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন।
রাজ্য গভর্নরের বিবৃতির পর বুধবার বিকেলে রাজ্যের অ্যাটর্নি জেনারেল ম্যাথিও প্লটকিন এক বিবৃতিতে বলেছেন, সবকিছু বিবেচনায় রেখেই তদন্ত পরিচালিত হচ্ছে। তবে চলমান তদন্তের প্রাথমিক পর্যায়ে এ হত্যাকাণ্ডকে বিদ্বেষমূলক বলে মনে হচ্ছে না বলে তিনি জানান। তবে মুহাম্মদ মসজিদে নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ ।
এদিকে ইমান হাসান শরিফের মৃত্যুতে সমবেদনা জানাতে নিউইয়র্ক সহ আশেপাশের এলাকা থেকে মুসলিম নেতৃবৃন্দ ছুটে যান ন্যুয়ার্কে। ইসলামিক লিডারশিপ কাউন্সিল অব ন্যুয়ার্কের পক্ষে থেকে দেয়া বিবৃতিতে ইমাম হত্যাকাণ্ডের নিন্দা ও পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
বিবৃতিতে মুসলমানদের নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ টহল নিশ্চিত করাসহ ঐক্য ও সংহতি বজায় রেখে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানানো হয়েছে।
ইমাম হাসান শরিফ মসজিদে ইমামতি ছাড়াও ন্যুয়ার্ক বিমানবন্দরে সিকিউরিটি অফিসার হিসেবে ২০০৬ সাল থেকে কাজ করে আসছিলেন। এ হত্যাকাণ্ডের নিন্দা ও শোক জানিয়ে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসারদের সংগঠনের পক্ষ থেকেও বিবৃতি দেওয়া হয়েছে।