ফিলাডেলফিয়া সিটির কাউন্সিলওম্যান অ্যাট লার্জ ড. নিনার শপথ গ্রহণ

ডেস্ক রিপোর্ট
  ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:১৮

আমেরিকার ইতিহাসে গুরুত্বপূর্ণ পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া সিটি। যুক্তরাষ্ট্রের প্রথম কংগ্রেস অধিবেশন এবং প্রথম রাজধানী হওয়ার গৌরব রয়েছে ফিলাডেলফিয়া সিটির। এ সিটির ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং প্রথম একজন নারী মুসলমান কাউন্সিল অ্যাট লার্জ হিসেবে শপথ নিয়েছেন ড. নিনা আহমেদ। গত ২ জানুয়ারি মঙ্গলবার পবিত্র কোরআন ছুঁয়ে শপথ গ্রহণ করেন তিনি। উল্লেখ্য, গত ৭ নভেম্বরের নির্বাচনে সিটি কাউন্সিল অ্যাট লার্জ পদে ডেমক্র্যাটিক পার্টি থেকে নির্বাচনে বিজয়ী হয়েছিলেন ড. নিনা আহমেদ।
ফিলাডেলফিয়া সিটিতে প্রায় ১৫ লাখের কিছু বেশি লোক বাস করেন। এর মধ্য প্রায় ২ লাখের কাছাকাছি মুসলমান লোক বাস করেন। তারপরও এর আগে এখান থেকে সিটি কাউন্সিল নির্বাচনে কোনো মুসলিম নারী জয়ী হতে পারেননি। প্রথমবারের মতো বাংলাদেশি বংশোদ্ভূত সমাজকর্মী ড. নিনা আহমেদ নির্বাচিত হন।
আরো উল্লেখ্য, ফিলাডেলফিয়া সিটির মেয়রসহ কাউন্সিলের অনেক সদস্যই নারী। ফিলাডেলফিয়া সিটির ৩৪১ বছরের ইতিহাসে শেরেল পার্কার ফিলাডেলফিয়ার ১০০ তম মেয়র হিসাবে শপথ নিয়েছেন। তিনি শহরের ইতিহাসে প্রথম মহিলা এবং প্রথম কৃষ্ণাঙ্গ নারী মেয়র।
ড. নিনা আহমেদের শপথগ্রহণের মাধ্যমে ফিলাডেলফিয়া সিটি হলে বাংলাদেশীদের জন্য নতুন ইতিহাস রচিত হলো। ১৬৮২ সালে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিল প্রতিষ্ঠার পর ৩৪১ বছরের ইতিহাসে ড. নিনা আহমেদই প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত, যিনি সরাসরি ভোটে কাউন্সিল অ্যাট লার্জ হলেন। ২ জানুয়ারী মঙ্গলবার থেকে তার কার্যকাল শুরু হয়েছে।
শপথগ্রহণের সময় নিনা আহমেদের স্বামী আহসান নাসরতুল্লাহ, দুই মেয়ে, বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধি এবং তার ক্যাম্পেইন অফিসের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শপথগ্রহণের সময় নিনা আহমেদ যে পবিত্র কোরান ছুঁয়ে শপথ নেন সেটি মায়ের দেয়া বলে জানিয়েছেন। পবিত্র কোরান বাসা থেকেই সঙ্গে করে নিয়ে আসেন ড. নিনা আহমেদ। শপথের সময় তার মেয়েরা পবিত্র কোরান শরীফ হাতে রাখেন। শপথ গ্রহণের পর সিটি হলের সংশ্লিষ্ট কর্মকর্তারা সিটি কাউন্সিল অধিবেশনে নিনা আহমেদের জন্য নির্ধারিত আসন দেখিয়ে দেন। এর আগে প্রয়োজনীয় নথিপত্রে তিনি স্বাক্ষর করেন।