নিউইয়র্কে জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশনের অভিষেক

ডেস্ক রিপোর্ট
  ২৭ নভেম্বর ২০২৫, ১৪:৫২


নিউইয়র্কে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার ২০২৬–২০২৭ বর্ষের নবনির্বাচিত কমিটির অভিষেক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী হিম উৎসব। গত ২২ নভেম্বর (শনিবার) নিউইয়র্কের একটি পার্টি হলে প্রবাসী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা মিলিত হয়ে অতীতের স্মৃতিচারণ আর সাংস্কৃতিক আনন্দে মুখরিত করেন পুরো অনুষ্ঠানস্থল।
নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের মেঘনা পাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন দর্শন বিভাগের প্রশান্ত মল্লিক অয়ন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রহমান পলিন, মোহাম্মদ নাসিরুল্লাহ, লিটু আনাম, দুররে মাকনুন নবনী ও তামান্না শবনম পাপড়ি। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আফ্রোদিতি পান্না, আশিষ ঘোষ ও রনি ভৌমিক। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুব্রত পাল এবং প্রচার সম্পাদক তানজিল মাহমুদ। তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হয়েছেন রাবেয়া ভূঁইয়া। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জোবায়ের হোসনি ফাহাদ এবং এসোসিয়েট কোষাধ্যক্ষ রাজেশ রয়। সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শারমিন আক্তার রেক্সোনা এবং সহ সাংস্কৃতিক সম্পাদক মিফাত নায়ার। প্ল্যানিং অ্যান্ড ইভেন্ট কো-অর্ডিনেটর হয়েছেন রিজিয়া ফারহানা খান ও নাসির উদ্দিন ভূঁইয়া। এছাড়া ক্রীড়া সম্পাদক শাহরিয়ার কবির, সহযোগী ক্রীড়া সম্পাদক ইব্রাহীম রাকিব বাবু, সাহিত্য সম্পাদক রুহুল আমিন এবং সহযোগী সাহিত্য সম্পাদক ফাইমা রহমান জুঁই নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মারীস্টেলা আহমেদ শ্যামলী, শমিত মণ্ডল, শামীম আরা বেগম, বদিউজ্জামান রনি, নাফিজা নওয়াজ সিমকি, মোস্তফা শারমিন, রাফিয়া খান লুসি, জেরিন রাফিয়া শশী, জান্নাত আরা সনি ও সৌরভ কাপালি।
উপদেষ্টা পরিষদে মনোনীত হয়েছেন একরামুল করিম, মোহাম্মদ মনিরুজ্জামান, আশুতোষ সাহা, আকতার আহমেদ রাশা, খালেদ মনির জোসেফ, মিল্টন জাকি, সুজিত পাল ও হাবিব রহমান।
হিম উৎসব উপলক্ষে সাজানো হয় বর্ণিল আয়োজন। শীতের আগমনী বার্তা নিয়ে শুরু হয় সম্মিলিত সঙ্গীত পরিবেশনা। বিভিন্ন ধরনের শীতের পিঠা-পায়েশে ভরে ওঠে উৎসবস্থল। ভাস্কর শিল্পী আকতার আহমেদ রাশার নেতৃত্বে প্রজন্মদের নিয়ে আলপনা কর্মশালা অনুষ্ঠিত হয়। ছিল টেপা পুতুল বানানো, সুই-সুতা দিয়ে কারুশিল্প তৈরির আয়োজন এবং শিশু-কিশোরদের আর্ট প্রদর্শনী। প্রজন্ম জাহাঙ্গীরনগরের পরিবেশনায় শীতের আগমনী সঙ্গীত ও মোহাম্মদ নাসিরুল্লাহর গ্রন্থনায় তৈমুর শাহরিয়ারের পুঁথি পাঠ দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি মিনা-রাজু-মিঠুর জনপ্রিয় কার্টুন চরিত্রের কাহিনির মাধ্যমে এগিয়ে চলে, যা বড়-ছোট সবার মনে শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ভাস্কর আকতার আহমেদ রাশা, মনিরুজ্জামান মনির, আশুতোষ সাহা, ফারজানা সাথীসহ অনেকে। বিদায়ী সভাপতি শামীম আরা বেগম এবং সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি গত দুই বছরের সফলতা এবং সার্বিক সহযোগিতার জন্য জাবিয়ানদের ধন্যবাদ জানান। পরে উপদেষ্টা আশুতোষ সাহা নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি ফতেহ নুর আলম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাবিনা নিহার ও সাধারণ সম্পাদক মীর কাদের রাসেল। তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতি বিকাশে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক তামান্না শবনম পাপড়ি। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফ্রোদিতি পান্না ও দুররে মাকনুন নবনী। প্রবাসে জাবিয়ানদের এই মিলনমেলা প্রমাণ করে, হাজার মাইল দূরে থাকলেও জাহাঙ্গীরনগরের মায়া, স্মৃতি ও সংস্কৃতি তাদের হৃদয়ে অটুট।