নিউইয়র্কে সিলেট–২ আসনের প্রার্থী মুফতি লুৎফুর রহমানের মতবিনিময় 

ডেস্ক রিপোর্ট
  ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:১১

সিলেট–২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি লুৎফুর রহমান ক্বাসিমীকে নিয়ে নিউইয়র্কে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় এস্টোরিয়ার কাবুল গ্রিল আফগান রেস্টুরেন্টের পার্টিহলে ‘প্রবাসী বাংলাদেশি আমেরিকান’ ব্যানারে এ আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন চিকিৎসক জুন্নুন চৌধুরী। সঞ্চালনা করেন সাংবাদিক জহিরুল হক বশির। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ আসাদ আহমদ।
বক্তব্যে মুফতি লুৎফুর রহমান বলেন, জনগণ আমাকে সুযোগ দিলে ওসমানীনগর–বিশ্বনাথকে আধুনিক ও মডেল এলাকায় গড়ে তুলব। ‘সন্ত্রাস–দুর্নীতি বন্ধ করে শিক্ষা–স্বাস্থ্যের পরিবর্তনে কাজ করব। ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মানুষকে সঙ্গে নিয়ে আগামী প্রজন্মের জন্য উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করাই আমার লক্ষ্য।’
তিনি দাবি করেন, গত ১০ বছর তিনি নিয়মিত এলাকার মানুষের পাশে থেকেছেন। করোনা ও বন্যাসহ দুর্যোগে সাধ্যমতো সহায়তা করেছেন। 
তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও দল এ এলাকার প্রতিনিধিত্ব করলেও প্রত্যাশিত উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের বেহাল অবস্থা মানুষের কষ্টের প্রতিচ্ছবি।’
সভায় বক্তব্য দেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আজাদুর রহমান আজাদ, উপদেষ্টা আলমাস আলী, ম্যানহাটন বাংলা কালচারাল স্কুলের সিইও ইকবাল আহমেদ মাহবুব, সিনিয়র সহসভাপতি আব্দুল মনাফ, সেক্রেটারি মো. আজম আলী, আব্দুস সাত্তার, হাবিবুর রহমান, মাওলানা জাকারিয়া মাহমুদ, সুলতান আহমদ জসিম, মাওলানা রফিক আহমদ রেফাহী, মাওলানা হামিদুর রহমান আশরাফ, লেখক রশীদ জামীল, মাওলানা শিহাব উদ্দিন আহমেদ ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অর্থ সম্পাদক রশীদ আহমদ।
সভাপতির বক্তব্যে জুন্নুন চৌধুরী বলেন, সিলেট–২ আসন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। এ এলাকার মানুষ দীর্ঘদিন অবকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে আছে। তিনি বলেন, ‘প্রবাসী অধ্যুষিত এলাকা হওয়ায় অর্থনৈতিক সক্ষমতা থাকলেও উন্নয়নে গতি আসেনি।’
তিনি মুফতি লুৎফুর রহমানের সফলতা কামনা করেন।
সভা শেষে দেশ–জাতির কল্যাণ, খালেদা জিয়ার রোগমুক্তি ও মুফতি লুৎফুর রহমানের সফলতার জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা রফিক আহমদ রেফাহী।