জাতীয়করণ দাবি

বেসরকারি শিক্ষকদের কর্মসূচিতে অংশ নেবেন স্ত্রী-সন্তানরাও!

ডেস্ক রিপোর্ট
  ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫০

জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় তারা আন্দোলনের পরবর্তী ধাপের পরিকল্পনা করছেন। পরিকল্পনার অংশ হিসেবে চলতি সপ্তাহে স্ত্রী-সন্তানদের ঢাকায় আনতে পারেন শিক্ষকরা।
শিক্ষকরা বলছেন, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। সরকারি সুবিধা না থাকায় তারা আর্থিক ও সামাজিকভাবে পিছিয়ে পড়ছেন। এ অবস্থায় দাবি আদায়ে অনশন অব্যাহত রাখাসহ আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা। এর অংশ হিসেবে পরিবারের সদস্যদের ঢাকায় আনার পরিকল্পনা করছেন।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজি বলেন, রোববার (২৩ ফেব্রুয়ারি) ও সোমবার (২৪ ফেব্রুয়ারি) আমাদের প্রতীকী অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি এ দুদিন দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ করা হবে।
তিনি আরও বলেন, সোমবারের মধ্যে দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মার্চ টু সচিবালয় কর্মসূচি করা হবে। কর্মসূচিতে শিক্ষকদের পরিবারের সদস্য ও স্ত্রী-সন্তানরা অংশ নেবেন।
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১২ ফেব্রুয়ারি থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের যমুনা অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যায়। পরে তারা ঘোষণা দেন শুক্র ও শনিবার প্রতীকী অনশনে বসবেন।