কেমব্রিজ ডিকশনারি থেকে ইংরেজি বর্ণমালার ১৭তম অক্ষর কিউ (Q বা q) অক্ষরটি সরিয়ে ফেলা হবে! তার পরিবর্তে কোন শব্দ ব্যবহার করা হবে, তাও ঠিক করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১ এপ্রিল) কেমব্রিজ ডিকশনারি কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বিশেষ ঘোষণা’র মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে হইচই পড়ে যায় নেটিজেনদের মধ্যে। অনেকে নানা রকম মন্তব্য করতে শুরু করেন।
কিছুক্ষণ পরই বেরিয়ে আসে এর আসল রহস্য। নেটিজেনদের ‘এপ্রিল ফুল’ বানাতে এ পথ বেছে নেয় কেমব্রিজ ডিকশনারি ভেরিফায়েড ফেসবুক পেজের এডমিন! অর্থাৎ, কিউ শব্দটি থাকছে আগের মতোই। নিছক অনুসারীদের বোকা বানাতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রথম পোস্টে ‘আমাদের কমিউনিটির জন্য একটি বিশেষ ঘোষণা’ শিরোনামে কেমব্রিজ ডিকশনারি উল্লেখ করে, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শেয়ার করতে এসেছি। আমাদের কমিউনিটির সদস্যরা সবসময় ইংরেজি বানান নিয়ে সমস্যায় পড়েন, বিশেষ করে ‘q’ অক্ষর দিয়ে বানান করা শব্দগুলোর সঙ্গে। তাই আমরা কেমব্রিজ ডিকশনারি থেকে ‘q’ অক্ষরটি সরিয়ে ফেলবো।
‘q’ অক্ষরের পরিবর্তে কোন অক্ষরটি ব্যবহার করা হবে, সেটিও তখন জানিয়ে দেওয়া হয়। বলা হয়, বর্তমানে ‘qu’ দিয়ে বানান করা সব শব্দের পরিবর্তে ‘k’ অথবা ‘kw’ দিয়ে বানান করা হবে। উদাহরণস্বরূপ- kwiet, ekwipment ও antike।
তবে ‘এপ্রিল ফুল’ প্রাঙ্কে কেমব্রিজ ডিকশনারিকে এমন পথ বেছে নেওয়ায় অনুসারীদের তোপের মুখেও পড়তে হয়েছে। অনেকে এটিকে ‘ফালতু’ পদ্ধতি বলে মন্তব্য করেছেন। অনেকে পেজটিকে আনফলো করার ঘোষণা দিয়েছেন।