টাঙ্গাইলের কালিহাতীতে এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলে (ভোকেশনাল) বাংলা প্রথমপত্র পরীক্ষায় শিক্ষকদের সহায়তায় বই দেখে পরীক্ষা দেয় শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল ) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে চলছে নানা সমালোচনা।
এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত জানান, আজকে সকালেই বিষয়টি জানতে পারি। বাংলা প্রথমপত্র পরীক্ষায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় যে ঘরগুলোতে শিক্ষকরা ডিউটিতে ছিলেন তারা আর এসএসসি পরীক্ষায় ডিউটি করতে পারবেন না।
তিনি আরও বলেন, আজকের পরীক্ষার ডিউটিতে ওই শিক্ষকরা নেই। এখন আমরা একটি কমিটি করে দেব। তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব।
কুড়িগ্রামের পরীক্ষা কেন্দ্রের দেয়াল টপকে নকল সরবরাহ
কুড়িগ্রামের চিলমারীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের দেয়াল টপকে পরীক্ষার হলে নকল সরবরাহের ঘটনা ঘটেছে। প্রশাসনের নজর এড়িয়ে অবাধে নকল সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রসচিব নকল সরবরাহের বিষয়টি অস্বীকার করলেও বাস্তবে থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি ১ম পত্র পরীক্ষা শুরুর পর থেকে কেন্দ্র এলাকার দেয়াল টপকে শুরু হয় তরুণদের নকল দেওয়ার প্রতিযোগিতা।
নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্র এলাকার লোকজন জানান, পরীক্ষা শুরুর দিন থেকে এমন অবস্থা চলছে। তারা কেন্দ্র এলাকার কাছাকাছি অবস্থান করছেন এবং বিভিন্ন জায়গায় জটলা করেও থাকতে দেখা গেছে। প্রশাসনের পর্যাপ্ত লোকজন না থাকায় এমনটা হচ্ছে বলে ধারণা করছেন অনেকেই।
থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রসচিব ও স্কুলের প্রধান শিক্ষক রেজাউল হক বলেন, আমার কেন্দ্রের ভেতরে নকল সরবরাহ করার সুযোগ নেই। কেন্দ্রের বাইরে থেকে কেউ নকল সরবরাহ করেছে কিনা সেটি আমার জানা নেই। তবে নকল সরবরাহের সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, চিলমারীতে তিনটি কেন্দ্রে চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার থানাহাট এ ইউ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা এবং মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদরাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক জানান, বহিরাগতরা বিচ্ছিন্নভাবে নকল সরবরাহের চেষ্টা করেছিল। প্রশাসনের কঠোর নজরদারির কারণে তারা পারেনি। আগামী পরীক্ষাগুলোয় যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।