যুক্তরাষ্ট্রের হার্ভার্ড, কলাম্বিয়া ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়সহ একাধিক শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চশিক্ষাবিষয়ক নীতির বিরুদ্ধে দেশজুড়ে এই বিক্ষোভ হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা বাতিল, বিশাল পরিমাণ ফেডারেল অনুদান স্থগিত এবং গাজা যুদ্ধ নিয়ে বাকস্বাধীনতায় হস্তক্ষেপের মাধ্যমে উচ্চশিক্ষার স্বাধীনতাকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে।
এপি জানায়, বিক্ষোভগুলোতে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থী ও অধ্যাপকরা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গভর্নমেন্ট বিভাগের শিক্ষার্থী রোচেল সান বলেন, মানব জ্ঞানের নতুন দিগন্ত উন্মোচনে আন্তর্জাতিক শিক্ষার্থীরা হার্ভার্ডের মিশনের অংশ। তাদের পক্ষে দাড়ানো এখন সময়ের দাবি।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য ২.২ বিলিয়ন ডলারের ফেডারেল অনুদান অবরুদ্ধ করার হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীর ভিসাও বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের শতাধিক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তাদের বহু শিক্ষার্থীর ভিসা হঠাৎ করেই বাতিল করা হয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে বলে জানিয়েছে সিএনএন।
ওরেগন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র এরিক হাওয়াল্ড জানান, ফেডারেল কর্তৃপক্ষ কিছু অপরাধের অভিযোগে শিক্ষার্থীদের ভিসা বাতিল করেছে। তবে বিশ্ববিদ্যালয়কে কিছুই জানানো হয়নি।
শিক্ষার্থীদের ভিসা বাতিল ও হয়রানির বিরুদ্ধে আটলান্টার একটি ফেডারেল কোর্টে মামলা দায়ের হয়েছে। এতে ভারত, চীন, কলম্বিয়া, মেক্সিকো ও জাপানের ১৩৩ শিক্ষার্থীর অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় ট্রাম্প প্রশাসনের তিন কর্মকর্তা—অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এবং আইসিই পরিচালক টড লায়ন্সকে আসামি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, শিক্ষার্থীরা এখানে পড়াশোনার জন্য এসেছেন, আন্দোলনের জন্য নয়। বিক্ষোভ বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ নষ্ট করছে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলেতে বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৪৫০ জন। তাদের মধ্যে ছিলেন ইমেরিটাস অধ্যাপক ও সাবেক শ্রমমন্ত্রী রবার্ট রিচ। তিনি বলেন, আপনি একজন অত্যাচারী শাসককে তুষ্ট করতে পারবেন না।
কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভ হয়, যেখানে শিক্ষার্থীরা ‘ইউনিভার্সিটিগুলোর ওপর যুদ্ধ বন্ধ করো’, ‘ফ্যাসিস্টদের অস্ত্র হলো সেন্সরশিপ’ লেখা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ করেন।