তিনদিন পর ক্যাম্পাসে রাবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদক

রাবি সংবাদদাতা
  ২৬ অক্টোবর ২০২৩, ১৩:২৭

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার প্রায় ৬৮ ঘন্টা পর ক্যাম্পাসে প্রবেশ করেছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল বহর নিয়ে নেতাকর্মীদের সঙ্গে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা।
এর আগে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজশাহীর নগর ভবনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার ও রাসিক মেয়র লিটন মধ্যস্থতায় আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মী ও বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে নিয়ে সমোঝোতা বৈঠক হয়। বৈঠক শেষে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে সমঝোতা হয়। এর পরই নেতৃবৃন্দ ক্যাম্পাসে প্রবেশ করেন।
ক্যাম্পাসে প্রবেশের পর সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেয় দলীয় কর্মী ও সমর্থকরা।
ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, ছাত্রলীগের যে সব নেতা-কর্মী কমিটি নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন তাদের সঙ্গে সমঝোতা হয়েছে। খাইরুজ্জামান লিটন ভাই নির্দেশ দিয়েছেন তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার।
সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব বলেন, এই কমিটি নিয়ে আমাদের কিছু ভাই মনঃক্ষুণ্ণ হয়েছিলেন; হওয়াটাও স্বাভাবিক।  কেননা তারাও দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন। মেয়র খায়রুজ্জামান লিটন আমাদেরকে ডেকে বুঝিয়েছেন। তারাও বুঝেছে আমরাও বুঝেছি। রাবি ছাত্রলীগের  সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি নবনির্বাচিত ৩৯ সদস্য বিশিষ্ট কমিটিতে যারা রয়েছেন, যারা পদ বঞ্চিত হয়েছেন; সবাইকে সঙ্গে নিয়েই আমরা রাবি ছাত্রলীগকে এগিয়ে নেব।
এর আগে গত শনিবার (২১ অক্টোবর) রাতে মোস্তাফিজুর রহমান বাবুকে সভাপতি ও আসাদুল্লা হিল গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে নতুন কমিটিকে 'অবাঞ্ছিত' ঘোষণা করে ছাত্রলীগের একাংশ নেতা-কর্মী৷ 
এরপর টানা তিনদিন ক্যাম্পাসে অবস্থান করে আন্দোলনকারীরা। এ সময় ক্যাম্পাসে মহড়া, ককটেল বিস্ফোরণ, মারামারি, কক্ষ ভাংচুরসহ বেশকিছু ঘটনা ঘটে। এই তিনদিন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।