মাইলস্টোন খুলছে রোববার, শুরুতে নবম-দ্বাদশ শ্রেণির ক্লাস

শিক্ষা ডেস্ক
  ২৪ জুলাই ২০২৫, ২৩:৩১

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর যুদ্ধ বিমান। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রায় দুই শতাধিক। হতাহতদের অধিকাংশই শিশু। তারা শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থী।
মর্মান্তিক এ ঘটনার পাঁচ দিন পর আগামী রোববার (২৭ জুলাই) থেকে প্রতিষ্ঠানটির নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির কার্যক্রম।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল (অ্যাডমিন) মোহাম্মদ মাসুদ আলম।
তিনি বলেন, আগামী রোববার থেকে ৪ শ্রেণির ক্লাস শুরু হবে। নবম, দশম, একাদশ ও দ্বাদশ। পরবর্তীতে অন্যান্য শ্রেণির কার্যক্রম শুরু হবে। আজকে নোটিশ দিয়ে এ নিয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হবে।