নতুন সিদ্ধান্ত

বুয়েটে ভর্তির প্রিলি ২৪ ফেব্রুয়ারি, চূড়ান্ত পরীক্ষা ৯ মার্চ

নিজস্ব প্রতিবেদক
  ১১ জানুয়ারি ২০২৪, ০০:২৩


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির প্রিলিমিনারি ও চূড়ান্ত পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি প্রিলিমিনারি এবং ৯ মার্চ চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি থেকে ভর্তি আবেদন শুরু হবে।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে বুয়েটের একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা সূত্রে জানা গেছে, পবিত্র রমজান উপলক্ষে বুয়েটের চূড়ান্ত পরীক্ষার সময় এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। 
নতুন এ সূচি অনুযায়ী, চলতি সপ্তাহে অনলাইনে অর্থাৎ, বুয়েটের ওয়েবসাইটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এছাড়া ১৪ জানুয়ারির মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার বিষয়টি জানানো হবে।
বুয়েটের একাডেমিক কাউন্সিলের একজন সদস্য নাম প্রকাশ না করে জানিয়েছেন, বুয়েটে ভর্তির প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৯ মার্চ। এছাড়া ভর্তি আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। আজকের সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হয়েছে।
এর আগে গত ২৬ ডিসেম্বর বুয়েটের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় ২৪ ফেব্রুয়ারি প্রিলিমিনারি এবং ১৬ মার্চ ভর্তির চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। ভর্তি পরীক্ষা কমিটি একাডেমিক কাউন্সিলে এ সুপারিশ করে। তবে, কাউন্সিলে আলোচনার পর তাতে পরিবর্তন আনা হলো।
জানা গেছে, এবারও দুই ধাপে বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি বা প্রাক-নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে বুয়েট ক্যাম্পাসে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে প্রিলিমিনারি বা প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে প্রশ্নের মানের ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।