বাংলাদেশী স্টুডেটস এসোসিয়েশন অফ আটলান্টিস ইউনিভার্সিটি বিএসএএ ইউ) এর উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাউথ মায়ামি বীচে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ ২০২৪ ইং সংগঠনের পক্ষ্ থেকে এ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী স্টুডেটস এসোসিয়েশন অফ আটলান্টিস ইউনিভার্সিটি বিএসএএ ইউ) এর আহবায়ক আরফান উদ্দিন , সদস্য সচিব দেবাংশু বিশ্বাস ভৌমিক বাধন, কার্যকরী সদস্য পান্থ চৌধুরি, আবু বকর সিদ্দিকী, আটলান্টিস ইউনিভার্সিটি স্টুডেন্টস লাইফ অর্গানাইজেশন এর সাধারন সম্পাদক ডা মো মুস্তাফিজুর রহমান পাপ্পু সহ প্রমুখ।
সংগঠনের আহবায়ক আরফান উদ্দিন বলেন, পবিত্র মানে রমজান উপলক্ষ্যে আমাদের এবারের ইফতার মাহফিল আমরা আটলান্টিক মহাসাগরের তীরে আয়োজন করেছি। পাশাপাশি ঈদুল ফিতরের পর সংগঠনের পক্ষ থেকে আমরা বড় পরিসরে ঈদ পুর্নমিলনী আয়োজন করবো ইনশাল্লাহ।
আটলান্টিস ইউনিভার্সিটি স্টুডেন্টস লাইফ অর্গানাইজেশন এর সাধারন সম্পাদক ডা মো মুস্তাফিজুর রহমান পাপ্পু বলেন, স্কুল জীবনে যখন বিশ্বের মহাসাগরগুলোর নাম পড়তাম, মনের অজান্তেই সেই সব মহাসাগরের বীচে হাটাহাটি, গোসল করার স্বপ্ন বুনতাম। মহান আল্লাহর রহমতে বিশ্বের ২য় বৃহত্তম মহাসাগরের দেখা পেয়েছি। এর আগেও আটলান্টিক মহাসাগরের বীচে এসেছি তবে এবারেরটা একটু ভিন্ন। পবিত্র মানে রমজান উপলক্ষ্যে বাংলাদেশী স্টুডেটস এসোসিয়েশন অফ আটলান্টিস ইউনিভার্সিটি বিএসএএ ইউ) কে ধন্যবাদ জানাই এই ইফতার আয়োজনের জন্য।