ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়

ইসরায়েল বিরোধী বিক্ষোভে স্নাতক সমাবর্তন বাতিল 

ডেস্ক রিপোর্ট
  ২৮ এপ্রিল ২০২৪, ১৪:২১

যুক্তরাষ্ট্রজুড়ে কলেজ ক্যাম্পাসগুলোতে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়তে থাকায় স্নাতক সমাবর্তন অনুষ্ঠান বাতিল করেছে লস অ্যাঞ্জেলেসের ‘দ্য ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া’ (ইউএসসি)। ‘নতুন নিরাপত্তা পদক্ষেপ’ নেওয়ার কথা বলে ইউএসসি স্নাতক অনুষ্ঠান বাতিল করেছে।
বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে বলা হয়েছে, “এবছর বাড়তি স্ক্রিনিং প্রক্রিয়ার মতো নতুন নিরাপত্তা পদক্ষেপ নেওয়া হয়েছে। অতিথিদের জন্য এই নিরাপত্তা প্রক্রিয়ায় বেশ কিছু সময় প্রয়োজন।
“ফলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথাগতভাবে শিক্ষার্থী, তাদের পরিবার ও বন্ধুবান্ধব মিলে ৬৫ হাজার মানুষের উপস্থিতিতে আমরা সময়মত প্রধান এই অনুষ্ঠান মঞ্চস্থ করতে পারছি না।” আগামী ১০ মে তে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে ইউএসসি ছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রতি বিক্ষোভে উত্তাল। গাজার যুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভে যোগ দিচেছন অনেক শিক্ষকও।
বিক্ষোভ ঠেকাতে বিশ্ববিদ্যালগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ। কয়েক ডজন বিশ্ববিদ্যালয় থেকে শত শত বিক্ষোভকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারপরও থামছে না বিক্ষোভ।
গত বুধবার পুলিশ ইউএসসি ক্যাম্পাস থেকে ৯০-এরও বেশিজনকে গ্রেপ্তার