বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ফুলটাইম ফ্যাকাল্টি মেম্বারদের কাছ থেকে কমনওয়েলথ স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যে পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে।
স্কুল-কলেজে পুরোদমে কার্যক্রম শুরু আজ, ষাণ্মাসিক মূল্যায়ন কবে
পিএইচডি প্রোগ্রামের টার্মগুলো—
১. সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ডেভেলপমেন্ট
২. স্ট্রেংদেনিং হেলথ সিস্টেম অ্যান্ড ক্যাপাসিটি
৩. বৈশ্বিক উন্নয়ন
৪. বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও গভর্ন্যান্স শক্তিশালীকরণ
৫. স্ট্রেংদেনিং রিসাইলেন্স অ্যান্ড রেসপন্স টু ক্রাইসিস
৬. অ্যাকসেস, ইনক্লুশন অ্যান্ড অপরচুনিটি
আবেদনের জন্য যোগ্যতা—
আবেদনকারীর অবশ্যই উচ্চতর দ্বিতীয় শ্রেণির (২:১) অনার্স স্ট্যান্ডার্ড/সিজিপিএ অথবা একটি দ্বিতীয় শ্রেণির (২:২) অনার্স স্ট্যান্ডার্ড/সিজিপিএ ডিগ্রির ক্ষেত্রে একটি ফাস্ট৴ ডিগ্রি এবং একই শর্তে একটি সংশ্লিষ্ট পোস্টগ্র্যাজুয়েট যোগ্যতা বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
* কেবল নির্বাচিত বা শর্টলিস্টেড প্রার্থীদেরই সাক্ষাত্কারের জন্য ডাকা হবে।
* আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র যুক্ত করতে হবে: উত্তীর্ণ সব পরীক্ষার একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিটসমূহ, ভাষাদক্ষতার রেজাল্টশিট/সার্টিফিকেট এবং ১ কপি পাসপোর্ট সাইজ ছবি। এ ছাড়া রেজিস্ট্রার অফিস থেকে গৃহীত নমিনেশনের একটি হার্ড কপি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে।
দ্য সেক্রেটারি, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন অব বাংলাদেশ (কক্ষ নং-৬১০), আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা। এ ছাড়া হার্ড ডকুমেন্টের একটি পিডিএফ কপি অবশ্যই [email protected] এই ই–মেইল ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.ugc.gov.bd