এমআইএসটির 'মঙ্গল বারতা'র রানারআপ দলকে সংবর্ধনা

শিক্ষা ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৯

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) 'মঙ্গল বারতা' দলের রানারআপ দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দলটি তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা 'আনাতোলিয়ান রোভার চ্যালেঞ্জ (এআরসি) ২০২৪' এ এমআইএসটির 'মঙ্গল বারতা' দলের রানারআপ হয়েছিল। 'মঙ্গল বারতা’ দলের অসাধারণ সাফল্য উদযাপন করার লক্ষ্যে এমআইএসটি রোববার (৮ সেপ্টেম্বর) এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, তুরস্কের আঙ্কারায় দলটি গত ১৭ থেকে ২১ জুলাই অনুষ্ঠিত অত্যন্ত প্রতিযোগিতামূলক এআরসি-২০২৪ এ রানারআপ হওয়ার কৃতিত্ব অর্জন করে। এই প্রতিযোগিতায় ২১টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দুই শতাধিকেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। যেখানে প্রতিটি দল মঙ্গল, চাঁদ এবং ভূ-পৃষ্ঠের সঙ্গে সাদৃশ্য মাঠে চারটি মিশন সম্পন্ন করে।

আইএসপিআর জানায়, এই সাফল্যের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমআইএসটির কমান্ড্যান্ট, সকল ডীন ও বিভাগীয় প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, ‘মঙ্গল বারতা’ দলের সদস্যদের অভিভাবক এবং ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে দলের সদস্যরা তাদের প্রতিযোগিতার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং ভবিষ্যতে চ্যাম্পিয়ন হবার অভীষ্ঠ লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি এমআইএসটি পরিবারের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে উদযাপিত হয়েছে এবং এটি দলের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করেছে।