নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ‘আমরা সুস্পষ্ট একটি মিশন নিয়ে দায়িত্ব গ্রহণ করেছি এবং তা হচ্ছে, আমাদের প্রিয় সিটিকে নিরাপদ এবং আরও সাশ্রয়ী সিটিতে পরিণত করা। আমাদের এসব উদ্যোগ আমাদের শিক্ষার্থীদের সেই প্রতিশ্রুতি দিয়ে আসছে। তিনি আরও বলেন, দেশের বৃহত্তম স্কুল ডিস্ট্রিক্ট পরিচালনাকারী সিটি প্রশাসন হিসাবে আমরা আমাদের সন্তানদের প্রথম শ্রেণীর শিক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। উন্নততর শিক্ষার মহান একটি দিক হলো শিক্ষার চমৎকার সুযোগ-সুবিধা, চিন্তাশীল পাঠক্রম এবং ন্যায়সঙ্গত প্রাথমিক শিক্ষালাভের সুযোগ।
এরিক অ্যাডামস আরও বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা অত্যাধুনিক প্রযুক্তি এবং স্বাস্থ্যকর, আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক। আমরা চাই ছাত্রদের সায়েন্স ল্যাব, মিউজিক রুম, জিম, অডিটোরিয়াম, লাইব্রেরি। আমরা চাই তারা স্কুলের সকল সুযোগের সদ্ব্যবহার করুক। এ কারণে আসন্ন স্কুলবর্ষে আমরা আমাদের সিটির পাঁচ বরোতে ২৪টি নতুন স্কুল বিল্ডিং চালু করেছি, যা আরও ১১ হাজার নতুন ছাত্রের স্থান সংকুলানের ব্যবস্থা করবে। এটি আমাদের প্রশাসনের সময় ইতিমধ্যে যোগ করা ২৩,০০০টি আসনের অতিরিক্ত।
মেয়র তার মতামত নিবন্ধে আরও বলেছেন যে, নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো, আমরা ১০০ শতাংশ পরিবারকে তাদের সন্তানদের এলিমেন্টারি শিক্ষার আসন নিশ্চিত করেছি, যারা সময়মতো আবেদন করেছিল। আমরা এমন হাজার হাজার অতিরিক্ত ছাত্র-ছাত্রীকেও আসন দিয়েছি, যাদের পরিবার আসনের জন্য আবেদন করেনি। এর ফলে এলিমেন্টারি ছাত্র সংখ্যা ৫৩ হাজার বেড়েছে, যা আগের সংখ্যার তিনগুণেরও বেশি। গত স্কুল বছরে আমাদের সিস্টেম জুড়ে ১৫০,০০০ শিক্ষার্থী এলিমেন্টারি স্কুলে তালিকাভূক্ত হয়েছে, যা একটি অতীতৈর চেয়ে উচ্চ রেকর্ড। তিনি তার স্কুল শিক্ষা জীবনের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, আমি জানি সাশ্রয়ী ব্যয়ে শিশুসেবার সুযোগ লাভ করা অর্থনৈতিক গতিশীলতার একটি প্রধান চালিকাশক্তির প্রমাণ, বিশেষ করে মহিলাদের জন্য।