মালয়েশিয়ার কুলিমের দুটি কারখানায় অভিযান চালিয়ে ২৮ বাংলাদেশিসহ ৬৪ জন অভিবাসী কর্মীকে আটক করেছে কেদাহ ইমিগ্রেশন বিভাগ।
কেদাহ ইমিগ্রেশন পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন এক বিবৃতিতে বলেছেন, বুধবার (১৩ আগস্ট) জনশক্তি বিভাগ (জেটিকে), জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), পরিবেশ বিভাগ (ডিওই) এবং সিভিল ডিফেন্স ফোর্সসহ (এপিএম) অন্যান্য সংস্থার সঙ্গে পরিচালিত অভিযানে তাদের অভিবাসীদের আটক করা হয়।
পরিচালক বলেন, প্রথম অভিযানটি একটি ব্যাটারি কারখানায় চালানো হয়েছিল। যেখানে ২১০ জন বিদেশি কর্মী নিযুক্ত ছিল। মোট ৩৪ জনকে আটক করা হয়েছে; যার মধ্যে ১৬ জন বাংলাদেশি পুরুষ; ভারত, ইন্দোনেশিয়া, মিয়ানমারের একজন করে এবং ১৫ জন চীনা নাগরিক রয়েছেন।
মোহাম্মদ রিদজুয়ান বলেন, একই দিনে একটি প্লাস্টিক প্রক্রিয়াকরণ কারখানায় পরবর্তী অভিযানে ৩২ জন বিদেশিকে আটক করা হয়েছে। এ সময় মিয়ানমারের ১২ জন পুরুষ এবং ৭ জন মহিলা, বাংলাদেশের ১২ জন পুরুষ এবং চীনের একজন পুরুষকে আটক করা হয়েছে। অভিযানের সময়, বেশ কয়েকজন শ্রমিক জঙ্গল এবং সংলগ্ন কারখানায় পালানোর চেষ্টা করেছিল, কিন্তু আইন প্রয়োগকারী কর্মকর্তারা এলাকাটি ঘিরে ফেললে তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়।