আমেরিকার নিউ জার্সির আটলান্টিক কাউন্টিতে প্রবাসী হিন্দুদের উদ্যোগে সাউথ পোমোনার বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে কীর্তন মেলার আয়োজন করা হয়। রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত আয়োজিত এ কীর্তন মেলা ছিল গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে। মেলায় অংশ নেন সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রদীপ দে, ইন্দিরা সাহা, রাই দেব, আনন্দ দেব, সজল চক্রবর্তী, গঙ্গা সাহা, প্রভীন ভিগ, তপন দাশ তপু, বর্ষা, দীপা দে জয়া প্রমুখ।
মেলায় ভক্তরা ঈশ্বরের নাম, লীলা ও গুণাবলিকে সুর, তাল ও লয়ে পরিবেশন করেন। ভক্তিমূলক কণ্ঠে প্রতিধ্বনিত হয় মহামন্ত্র—‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’। এতে তৈরি হয় এক অনন্য আধ্যাত্মিক আবহ।
আটলান্টিক সিটির পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার এবং আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরী কীর্তন মেলা সফলভাবে আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।