আমার সঙ্গে দেখেই আরিফিন শুভকে নিয়েছিলেন শ্যামজি: ঋতুপর্ণা

চলে গেলেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল

বিনোদন ডেস্ক
  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৫:৫৮

বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। তার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড ও বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। শোক প্রকাশ করেছেন বলিউড থেকে শুরু করে কলকাতার অনেক শিল্পী-নির্মাতা।
ঋতুপর্ণা সেনগুপ্তের কথায়, ‘তার প্রতিটি ছবি তার মতোই উদার। যেখানে মানুষের গল্প বলা হয়েছে। যেখানে স্বাধীন যাপনের স্বপ্ন দেখানো হয়েছে।’
অভিনেত্রী বলেন, “রঞ্জন ঘোষের ‘আহারে’ ছবিতে আমার বিপরীতে আরিফিন শুভকে দেখেছিলেন শ্যামজি। সেখান থেকেই তার ‘মুজিব’ ছবির জন্য শুভকে বেছে নেন তিনি। শেষ ছবিতেও স্বকীয়তা বজায় রেখেছিলেন তিনি।”
প্রয়াত পরিচালকের একাধিক ছবির ভক্ত ঋতুপর্ণা। সেই তালিকায় রয়েছে ‘অঙ্কুর’, ‘মান্ডি’, ‘ভূমিকা’, ‘মন্থন’, ‘জুনুন’, ‘আরোহন’, ‘নেতাজি সুভাষ চন্দ্র বসু: দ্য ফরগটেন হিরো’, ‘ওয়েল ডান আব্বা’, ‘মাম্মো’ এবং আরও। গেল বছর মুক্তি পায় তার শেষ ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’।
‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির জন্য অডিশনে আরিফিন শুভকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন শ্যাম বেনেগাল। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন আরিফিন শুভ। ফেসবুকে তিনি শুধু লিখলেন, ‘ওপারে ভালো থাকবেন স্যার।’ সূত্র: আনন্দবাজার।