প্রেমের মধ্যে আছি, বিয়েটা কবে জানিনা: ববি

বিনোদন প্রতিবেদক
  ২০ এপ্রিল ২০২৩, ১৪:১২

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। শোবিজে তার প্রেম ও বিয়ের গুঞ্জন বহুদিনের। তবে এই নায়িকা প্রেমের বিষয়টি অকপটে স্বীকার করেছেন। আর বলেছেন, বিয়ের বিষয়টি শুধুই গুঞ্জন। অনেকের মতে, ইতিমধ্যেই বিয়ে করেছেন ববি! আবার কেউ কেউ তাকিয়ে আছে তার উত্তরের।
কবে বিয়ে করছেন ববি? এমন প্রশ্ন এখন অনেকের। বিষয়টি জানতে চাওয়া হলো এই নায়িকার কাছে। তার ভাষ্য, ‘প্রেম চিরন্তন সুন্দর একটা বিষয়। প্রেমে থাকতে প্রতিটা মানুষ পছন্দ করে। প্রেমের মতো ভালোলাগা আর কিছুই নাই। আমিও প্রেমের মধ্যে আছি। কিন্তু কবে বিয়েটা কবে করব তা জানিনা। এর পেছনে বড় কারণ, বিয়ে অনেক গুরত্বপূর্ণ ও বড় সিদ্ধান্ত। এর জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন। ভক্তদের বলবো, আরও কিছুদিন অপেক্ষা করেন। আমি নিজেই বিয়ের খবরটি দেব।’


ববি আরও বলেন, ‘কে কি বলল, তাতে আমার যায় আসে না। আমি সম্পর্কে আছি- এটা কিন্তু আমি নিজেই বলেছি। আর বিয়ের মতো এত বড় একটি কাজ লুকিয়ে করব, এমন মানুষ আমি না। যা করব জানিয়ে করব। আমার বিয়ের খবরটি সবাই জানবেন।’
এদিকে, আসছে ঈদে মুক্তি পাচ্ছে ববি অভিনীত সিনেমা ‘পাপ’। সৈকত নাসিরের পরিচালনায় এতে ডিবি পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইতিমধ্যে সিনেমার টিজার, ট্রেলার ও গান দর্শকমহলে দারুণ প্রশংসিত হয়েছে। এই সিনেমার গল্পকারও ববি।
নতুন সিনেমা নিয়ে তিনি বলেন, ‘এখনকার দর্শকদের রুচি বদলে গেছে। তারা এখন ভালো গল্পের ছবি দেখতে চায়। রোম্যান্টিক, অ্যাকশন, ক্রাইম-থ্রিলার সব ধরনের গল্পই খোঁজে। আমার এই ছবির গল্প থ্রিলার ধাঁচের। আর গল্পটিও অনেক সুন্দর। আমার বিশ্বাস, এই সময়ের দর্শকদের এটি ভালো লাগবে।’