‘রূপবান’ কন্যা সুজাতা হাসপাতালে

বিনোদন প্রতিবেদক
  ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৩

হাসপাতালে ভর্তি ষাট ও সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী সুজাতা আজিম। তার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গাজীপুরে তিনি ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার শুটিং করেছেন। সন্ধ্যায় বাসায় ফেরার পর সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি অসুস্থ বোধ করেন। দেখা দেয় শ্বাসকষ্ট। পরে তাকে মিরপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
সুজাতার নাতি ফারদিন আজিম বলেন, ‘আমার দাদি এখন চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। বুধবার সকালে আপডেট পাওয়া যাবে। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, ষাট ও সত্তর দশকের খ্যাতিমান অভিনেত্রী সুজাতা ১৯৬৫ সালে ‘রূপবান’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছিলেন। বড় পর্দায় তার অভিষেক ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’র মাধ্যমে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি।
সিনেমায় তার অবদানের জন্য ৪২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়। শিল্পকলার চলচ্চিত্র শাখায় অবদানের জন্য ২০২১ সালে তিনি একুশে পদক পান।