সিনেমা আর স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকলেও সম্প্রতি জায়েদ খানকে দেখা গেল একটি গানের মিউজিক ভিডিওতে। ঈদুল ফিতরে নতুন একটি গান নিয়ে এসেছে টিএম রেকর্ডস। জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গানও প্রকাশ পেয়েছে। নিউইয়র্কের টাইমস স্কয়ারে সহস্রকণ্ঠে বর্ষবরণ অনুষ্ঠানের মাঝেই হাজারো বাঙালির উপস্থিতিতে গান দুটির প্রোমো প্রচারিত হয় টাইমস স্কয়ারের বিলবোর্ডে।
পরিচালক কৌশিক হোসেন তাপসের কথা-সুর ও সংগীত পরিচালনায় এ গানে কন্ঠ দিয়েছেন গায়ক পারভেজ সাজ্জাদ। সেখানে অংশ নিয়েছেন জায়েদ খান।
নতুন এ গানের কথা- ‘কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে, টানতে টানতে টানতে সব শেষ হইয়া যায়, বিড়ি খাইলে হয় ক্যানসার, সব প্রশ্নের থাকে না অ্যানসার।...’ এমন অদ্ভুত কথার গানটি এরই মধ্যে পেয়েছে দর্শকপ্রিয়তা।
টাইমস স্কয়ার বিলবোর্ডে বাংলা গানের এমন সম্মানজনক প্রচারণার সঙ্গী হয়ে গানবাংলা ও টিএম রেকর্ডসের ফেসবুক পেজে প্রচারিত হয় মমতাজ, পারভেজ ও জায়েদ খানের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া।
এসময় উপস্থিত দর্শক শ্রোতাদের মুহূর্মুহু করতালি ও হর্ষধ্বনিতে অভিনন্দন জানানো হয়। নিজের গানের সম্মানজনক এমন আন্তর্জাতিক প্রচারণার মুহূর্তে মঞ্চে ছিলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। পরবর্তীতে তিনি মঞ্চেও গানটি পরিবেশন করেন। গানের তালে আনন্দে মুখর প্রবাসী বাঙালিরা বর্ষবরণের উৎসবে মেতে ওঠেন।
মমতাজ বলেন, এটি আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। ভাষায় প্রকাশ করতে পারবো না হাজারো দেশি বিদেশি মানুষের সামনে বাংলা গানের এমন অভূতপূর্ব প্রচারণা।
ঈদে প্রকাশিত ফোক সম্রাজ্ঞী মমতাজের ‘তেজপাতা’ ও পারভেজের গানে জায়েদ খানের পারফর্মেন্সে ‘বিড়ি’ গানটি দেশে ও দেশের বাইরে সাড়া ফেলেছে। গান দু'টির কথা সুর, সংগীত পরিচালনার পাশাপাশি মিউজিক ভিডিও দুটি নির্মাণ করেন কৌশিক হোসেন তাপস।