চেনা যাচ্ছে না ভিকি কৌশলকে

বিনোদন ডেস্ক
  ২০ আগস্ট ২০২৪, ২২:১৩

দীর্ঘদিনের অপেক্ষার পালা শেষে ভিকি কৌশল অভিনীত ‘ছাওয়া’ সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে। এতে ভিকিকে দেখে চেনাই যাচ্ছে না। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ও রাশমিকা মান্দানা।
ভিকি কৌশল এতে ভারতীয় যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজের ছেলে ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে হাজির হয়েছেন। সিনেমা টিজার মুক্তি সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। নেটিজেনদের অনেকেই বলছেন, টিজারে ভিকি কৌশলকে অচেনা লাগছে। টিজারের প্রতিটি দৃশ্য শিউরে ওঠার মতো বলেও জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
এ টিজারে ভিকিকে ঘোড়ার পিঠে যোদ্ধাদের পোশাকে দেখা যাচ্ছে। তাকে একা হাতে শত্রুদের সমুদ্রকে রুখে দিতে লড়াই করতে দেখা যাচ্ছে। পেছন থেকে এক শক্তিশালী কণ্ঠ ভেসে আসছে। ভিকির কণ্ঠে শোনা যাচ্ছে, ‘ছত্রপতি শিবাজীকে বাঘ বলা হয়, এবং বাঘের সন্তানকে ছাওয়া।’ ঐতিহাসিক ড্রামা ঘরানার সিনেমাটি লক্ষ্মণ উতেকর নির্মাণ করেছেন।
‘ছাওয়া’ সিমোটির দৃশ্য ধারণের কাজ চলতি বছরের মে মাসে শেষ করেন ভিকি কৌশল। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সিনেমার টিমের সবাইকে কৃতজ্ঞতা জানান এ অভিনেতা। ভিকি কৌশলের পোস্টে এদিন শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বচ্চন, ভূমি পেডনেকর, আয়ুষ মেহরা, নেহা ধুপিয়া, শর্বরী ওয়াঘ, সানিয়া মলহোত্র, শান্তনু মাহেশ্বরীসহ অনেক তারকা।
এদিকে শুটিং শেষ করার আগেই রাশমিকা মান্দানাও পুরো টিমের হয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। দীনেশ ভিজানের ‘ম্যাডক ফিল্মস’র প্রযোজনায় ‘ছাওয়া’ সিনেমাটি আসছে ৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে বলে জানা গেছে।