রেস্তোরাঁয় চা পানের সঙ্গে সিংহশাবককে আদরের সুযোগ!

ফিচার ডেস্ক
  ২৩ আগস্ট ২০২৫, ২৩:২৩

রেস্তোরাঁয় বসে চা পানের পাশাপাশি সিংহশাবককে কোলে নেওয়ার সুযোগ দিচ্ছে চীনের একটি সংস্থা। তাদের এই উদ্যোগ অনলাইনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
জানা যায়, শানশি প্রদেশের তাইইউয়ানে চালু হয়েছে রেস্তোরাঁটি। সেখানে চার ধাপের একটি সেট মেন্যুর অংশ হিসেবে অতিথিরা ওই সিংহশাবকদের আদর করতে পারেন। এ নিয়ে প্রাণীর কল্যাণ ও আইনি বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট ও ওয়েইবোতে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যায়, অতিথিরা সিংহশাবকদের কোলে নিয়ে আদর করছেন।
‘ওয়ানহুই’ নামের রেস্তোরাঁটি গত জুন মাসে চালু হয়। এর ডউইন অ্যাকাউন্ট (টিকটকের চীনা সংস্করণ) অনুযায়ী, রেস্তোরাঁটিতে সিংহশাবক ছাড়াও লামা, কচ্ছপ এবং হরিণও রয়েছে।
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম শাংহাই ডেইলি জানিয়েছে, রেস্তোরাঁটি প্রতিদিন প্রায় ২০টি টিকিট বিক্রি করে। ১ হাজার ৭৮ ইউয়ান (প্রায় ১৫০ ডলার) মূল্যের মেনুতে অতিথিরা প্রাণীদের আদর করার সুযোগ পান।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই সেবাকে ঘিরে আইনি বৈধতা ও পশু কল্যাণ নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে।
রয়টার্স স্বাধীনভাবে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তবে অনলাইনে বেশিরভাগ মন্তব্যই ছিল সমালোচনামূলক। অনেকেই একে ‘বিপজ্জনক’ ও ‘প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা’ বলেও আখ্যা দিয়েছেন।
একজন ওয়েইবো ব্যবহারকারী লেখেন, এটি ধনীদের খেলার জিনিস। সাধারণ মানুষ তো এক কাপ চা-ই কিনতে পারে না।
আরেকজন লেখেন, প্রাসঙ্গিক কর্তৃপক্ষের বিষয়টি দেখা উচিত।
ঘটনাটি এমন এক সময় সামনে এলো, যখন চীনের চোংকিং অঞ্চলের একটি হোটেলকে গত জুন মাসে তদন্তের মুখোমুখি হতে হয়েছিল। সেখানে অতিথিদের জাগিয়ে তোলার জন্য বিছানায় লাল পান্ডা উঠিয়ে দেওয়া হতো বলে জানিয়েছিল রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম।

সূত্র: রয়টার্স