‘যদি ৬৫ বছর তিন মাস পার হয়ে যায় এবং উনি যদি রিটায়ার্ড করে থাকেন এবং জব থেকে যদি কোনো ইনস্যুরেন্স না থাকে, তাহলে সামান্য একটা পেনাল্টি এজ লং এজ উনি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে থাকেন এবং অ্যাপ্লাই করা খুব সহজ।’ অ্যামেরিকা সরকারের স্বাস্থ্য সুবিধা মেডিকেয়ারের জন্য আবেদন করার ক্ষেত্রে বয়স ৬৫ বছরের বেশি হলে করণীয় কী, তা লাইসেন্সড ইনডিপেনডেন্ট মেডিকেয়ার ব্রোকার আশরাফ আহমেদের কাছে জানতে চেয়েছেন টিবিএন ভিউজের সঞ্চালক এহসান জুয়েল। আইন ও বাস্ততার আলোকে উত্তর দিয়েছেন অতিথি।
টিবিএন: অনেকেই শুরুতে একটু কনফিউজড হয়ে পড়েন মেডিকেয়ার ও মেডিকেইড—এ দুটো বিষয় নিয়ে। কখন আসলে কারা মেডিকেইড পাচ্ছেন, কারা মেডিকেয়ার পাচ্ছেন?
আশরাফ আহমেদ: খুব খুব নাইস কোশ্চেন। মেডিকেইড আমরা সবাই জানি। এটা আমরা সবাই অবগত আছি। তাও একটু ডিটেইলস বলি। মেডিকেইডটা হচ্ছে স্টেইট এবং ফেডারেল ফান্ডিং থেকে আসে মেডিক্যাল কাভারেজের সবার জন্য। আর মেডিকেয়ার হচ্ছে যারা সিক্সটি ফাইভ হয়ে গেছেন, তাদের জন্য; যারা রিটায়ার্ড করছেন তাদের জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে ডিজ্যাবিলিটি থাকলে তারাও মেডিকেয়ার পেয়ে থাকেন।
যেমন: এগজ্যাম্পলস্বরূপ বলতে পারি, এন্ড স্টেজ কিডনি ডিজিজ, সার্টেন টাইপ অফ ক্যানসারস, এসব থাকলে বা ডিজ্যাবিলিটি থাকলে আপনি তখন মেডিকেয়ার পেতে পারেন।
টিবিএন: অর্থাৎ দুটো বিষয় আমরা পরিষ্কার হচ্ছি। একটা হলো আপনার বয়স ৬৫ বছরের ওপরে হতে হবে অথবা আপনার বয়স কম হতে পারে, কিন্তু যদি নানা ধরনের ডিজ্যাবিলিটিজ থাকে কিংবা খুব সিভিয়ার কোনো অসুখ থাকে, আপনি মেডিকেয়ার পাওয়ার জন্য যোগ্য। তাহলে ৬৫ বছর যারা আমরা সাময়িক জীবনযাপনের কথা যদি শুরুতে আলোচনা করি, যাদের বয়স ৬৫ বছর, তারা কি ৬৫ বছর হলে তারপর আবেদন করবেন না কবে নাগাদ এটি আবেদনটা শুরু করবেন?
আশরাফ আহমেদ: ভেরি গুড কোশ্চেন। তো যারা রিটায়ার্ড করে ফেলতেছেন বা রিটায়ার্ড করার ইচ্ছা পোষণ করতেছেন, তারা সিক্সটি ফাইভ ইজ দা এজ, সাধারণত। সো তখন তাদের একটা সেভেন মান্থের একটা উইন্ডো থাকে। সো সিক্সটি ফাইভ হওয়ার তিন মাস আগের থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সিক্সটি ফাইভ হওয়ার তিন মাস পর পর্যন্ত এই সাত মাস বললাম কিন্তু উইন্ডো। উইন্ডোটা সাত মাস।
এইটার জন্য সিক্সটি ফাইভ হওয়ার তিন মাস পর্যন্ত কিন্তু। যেমন ধরেন আমার বার্থডে ১০ সেপ্টেম্বর, রাইট? সো আমার মাস শেষ পর্যন্ত আমার সময় থাকবে। সো এর জন্য বলা হয় সিক্স টু সেভেন মান্থের একটা উইন্ডো থাকে। এই মধ্যেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি রিটায়ার্ড এবং এ দেশে কাজ করে থাকেন।
বাট ইউ নো, এজ আই সেইড বিফোর, আপনার অন্যান্য ক্ষেত্রেও, যেমন: ডিজ্যাবিলিটি থাকলে তখন আবার নিয়মটা অন্য রকম। টিবিএন: কিন্তু ধরুন কেউ একজন জানেন না তিনি হয়তো আজকে আপনার অনুষ্ঠানটা দেখে জানলেন যে, ৬৫ বছর তো আমার হয়ে গেছে। আমার তো খেয়াল ছিল না মেডিকেয়ারের আবেদন করার। তার পুরো ৬৫ বছর বয়স শেষ। তখন তিনি কী করবেন?
আশরাফ আহমেদ: যদি ৬৫ বছর তিন মাস পার হয়ে যায় এবং উনি যদি রিটায়ার্ড করে থাকেন এবং জব থেকে যদি কোনো ইনস্যুরেন্স না থাকে, তাহলে সামান্য একটা পেনাল্টি (দিয়ে) এজ লং এজ উনি তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে থাকেন এবং অ্যাপ্লাই করা খুব সহজ। আপনার এসএসআই অফিসে যেতে হবে অর এসএসআই ডটগভে যেতে পারে বা ইউ নো আমরা যারা লাইসেন্সধারী আছি, তাদেরকে কল করতে পারেন অ্যান্ড উই ইউজুয়ালি আমরা কীভাবে অ্যাপ্লাই করতে হয়, নেভিগেট করতে হয়।
মেডিকেয়ারটা হচ্ছে একটা কমপ্লিকেটেড প্রসেস। কারণ মেডিকেয়ারটা কখন অ্যাপ্লাই করা, কখন না অ্যাপ্লাই করা, পেনাল্টি। তারপরে ধরেন কমপ্লিকেটেড প্রসেস এ জন্য বললাম যে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি— এই চারটা কনসিস্ট করে মেডিকেয়ারটা হচ্ছে। রাইট?