জরিমানা ছাড়াই ইন্স্যুরেন্স সুবিধা

গর্ভাবস্থায় স্বাস্থ্য পরিচর্যাসেবা  বাড়াচ্ছে নিউইয়র্ক রাজ্য 

ডেস্ক রিপোর্ট
  ০৭ অক্টোবর ২০২৪, ১৩:৫৫

গর্ভাবস্থায় এবং এর পরে নারীদের স্বাস্থ্য পরিচর্যার সুবিধা সম্প্রসারিত করার লক্ষ্যে কয়েকটি বিলে সই করেছেন নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। গভর্নর নিজেই বিষয়টি প্রকাশ করেছেন।
একটি বিলে নারীদেরকে কোনো ধরনের জরিমানা ছাড়াই যেকোনো সময়ে স্বাস্থ্য বিমায় যোগ দেওয়ার সুযোগ নারীদের দেওয়া হয়েছে। 
আরেকটি বিলে চিকিৎসকদের সুপারিশক্রমে নিউ ইয়র্কের বাণিজ্যিক স্বাস্থ্য বিমাকারকদেরকে জন্মপূর্ব ভিটামিন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।
অপর একটি বিলে বহিরাগত রোগীদের জন্য মানবদাতার দুধ সুবিধা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
এক বিবৃতিতে হোকুল বলেন, ‘আমাদের রাজ্যে প্রতিটি গর্ভবতী নারীর কোনো বাধা বা বিলম্ব ছাড়াই স্বাস্থ্য পরিচর্যা সুবিধা নিশ্চিত করার জন্য আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি।’
তিনি বলেন, এসব আইনের ফলে নিউ ইয়র্ক হবে মাতৃস্বাস্থ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি পূরণের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে। তিনি বলেন, পরিবারগুলো যেসব সহায়তা পাওয়ার উপযুক্ত, তাদেরকে তা প্রদান করতে চাই আমরা।
নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে পিতৃকালীন ছুটি, প্রসব সেবা গ্রহণের সম্প্রসারিত সুযোগ সম্প্রসারণ করেছে। এর লক্ষ্য হলো জন্মপূর্ব পরিচর্যার ব্যয় আরো কমিয়ে দেওয়া।