এক চার্জে ৫০ ঘণ্টা গান শুনতে পারবেন এই ইয়ারবাডে

প্রযুক্তি ডেস্ক
  ২৫ নভেম্বর ২০২৪, ২৩:০৬

ট্রু ওয়্যারলেস ইয়ারফোন প্রতিনিয়ত জনপ্রিয় হয়ে উঠছে। সব বয়সী নারী পুরুষ সবার কাছেই জনপ্রিয় হয়ে উঠছে এসব ইয়ারবাডগুলো। নামিদামি সংস্থার পাশাপাশি নতুন অনেক সংস্থা নিয়মিত বাজারে আনছে ইয়ারবাড। এবার জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড নয়েজ নিয়ে এলো নতুন একটি ইয়ারবাড।
নয়েজ বাডস কানেক্ট ২ ইয়ারবাডটি নতুন অনেক ফিচারসহ আসছে। সংস্থার দাবি, ইয়ারবাডটি একবার চার্জ করলে টানা ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। নয়েজ বাডস কানেক্ট ২ ইয়ারফোনগুলো ডুয়াল-টোন ক্রোম এবং ম্যাট ফিনিশসহ একটি ঐতিহ্যবাহী ইন-ইয়ার ডিজাইন এবং ১০ মিমি অডিও ড্রাইভারের সঙ্গে সজ্জিত।
ড্রাইভগুলোতে পরিবেশগত শব্দ বাতিলকরণ সমর্থন সহ একটি কোয়াড-মাইক সিস্টেম রয়েছে যা ব্যবহারকারীদের একটি পরিষ্কার কলের অভিজ্ঞতা প্রদান করে। ইয়ারফোনগুলো কান থেকে খোলার পর স্বয়ংক্রিয়ভাবে প্লেব্যাক বন্ধ হয়ে যাবে। আবার কানে পরলে প্লেব্যাক পুনরায় শুরু করবে।
এই ট্রু ওয়্যারলেস ইয়ারফোনগুলো ব্লুটুথ ৫.৩ এবং ডুয়াল-ডিভাইস সংযোগ সমর্থন করে। পরেরটি ব্যবহারকারীদের নয়েজ বাডস কানেক্ট ২ এর সঙ্গে একসঙ্গে দুটি ইলেকট্রনিক ডিভাইস যুক্ত করার অনুমতি দেয়। অডিও পরিধানযোগ্য ৪০এমএস কম লেটেন্সি পর্যন্ত সমর্থন করে যা ব্যবহারকারীদের ভিডিও স্ট্রিমিং বা গেম খেলার সময় ল্যাগ-মুক্ত অডিও-ভিজ্যুয়াল অভিজ্ঞতা পেতে সাহায্য করে।
ইয়ারফোন চার্জিং কেস সহ ৫০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ দিতে পারে। ইয়ারফোনগুলো একটি ইন্সটাচার্জ বৈশিষ্ট্য সমর্থন করে যেখানে ১০ মিনিটের চার্জ ১২০ মিনিট পর্যন্ত ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়। চার্জিং কেসটিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে এবং এর মাপ ৬৩ x ৪৭ x ২৮এমএম এবং ওজন ৪৩গ্রাম।
স্প্ল্যাশ প্রতিরোধের জন্য ইয়ারফোনগুলো একটি IPX5 রেটিং রয়েছে। ভারতে নয়েজ বাডস কানেক্ট ২-এর দাম ৯৯৯ রুপি। চারকোল ব্ল্যাক, মিন্ট গ্রিন, নেভি ব্লু এবং ট্রু পার্পল - এগুলি চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে ইয়ারবাডটি। ইয়ারফোনগুলো অ্যামাজন, ফ্লিপকার্টের পাশাপাশি অফিসিয়াল নয়েজ ইন্ডিয়া ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।