দিনে একবার স্মার্টফোন চার্জ দিলে কতটুকু বিদ্যুৎ খরচ হয়?

প্রযুক্তি ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৪, ২২:৫৩

সারাক্ষণ স্মার্টফোন ব্যবহার করছেন। কারও সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে স্মার্টফোন বাঁচিয়ে রাখতে চার্জ করা খুবই জরুরি।
আপনি দিনে কতবার স্মার্টফোন চার্জ করেন? একবার কিংবা দুবার। অনেক সময় দেখা যায় তৃতীয়বারের মতোও স্মার্টফোন চার্জ করতে হচ্ছে একদিনে। তবে জানেন কি, দিনে একবার স্মার্টফোন চার্জ করলে কতটুকু বিদ্যুৎ খরচ হচ্ছে?
একটি স্মার্টফোন চার্জ করতে দিনে কতটুকু বিদ্যুৎ খরচ হয় এবং এজন্য কত টাকা খরচ হয়, তা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর। এই বিষয়গুলো হলো:

স্মার্টফোনের ব্যাটারির ক্ষমতা
সাধারণত স্মার্টফোনের ব্যাটারি ৩,০০০ এমএএইচ থেকে ৫,০০০ এমএএইচ পর্যন্ত হয়ে থাকে। একটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি চার্জ করতে প্রয়োজনীয় বিদ্যুৎ সাধারণত ১৫-২০ ওয়াট আওয়ার (ওয়াট-ঘণ্টা)।

চার্জারের ক্ষমতা
স্মার্টফোন চার্জার সাধারণত ১০ওয়াট থেকে ৩০ওয়াট বা তারও বেশি হতে পারে। দ্রুত চার্জিং প্রযুক্তি থাকলে বিদ্যুৎ খরচ একটু বেশি হতে পারে। এছাড়া চার্জিং প্রক্রিয়ায় বিদ্যুতের কিছু অংশ তাপে রূপান্তরিত হয়। সাধারণত ৮৫-৯০ শতাংশ কার্যকারিতা ধরে বিদ্যুৎ খরচ হিসাব করা হয়। সাধারণত মোবাইল ফোন ৫ ভোল্টের চার্জারে চার্জ হয়। তা হলে বিদ্যুতের খরচ কত হয়। অর্থাৎ ১৫০*৫ ওয়াট প্রতি ঘণ্টা। বা ৭৫০ ওয়াট প্রতি ঘণ্টা বা ০.৭৫ কিলোওয়াট প্রতি ঘণ্টা বা ০.৭৫ ইউনিট।
বাংলাদেশে গৃহস্থালির বিদ্যুতের খরচ ইউনিট প্রতি ৭-১০ টাকা (এটি বিদ্যুতের স্তর অনুযায়ী ভিন্ন হতে পারে)।
যদি ইউনিট প্রতি গড়ে ৭ টাকা ধরা হয়। তাহলে ০.৭৫ ইউনিট × ৭ টাকা = ৫.২৫ টাকা। একটি স্মার্টফোন দিনে একবার চার্জ দিলে বিদ্যুতের খরচ খুবই কম। মাসিক খরচ ৫-৬ টাকার মধ্যে থাকে, যা দৈনন্দিন অন্যান্য খরচের তুলনায় একেবারেই নগণ্য।