পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যে দিল্লি বিমানবন্দরের ৯০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।
পহেলগামে হামলার পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত, যা এখনো চলমান। জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে। এমন পরিস্থিতিতে দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানের প্রায় ২৭টি বিমানবন্দর বন্ধ করা হয়েছে।
এদিকে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পাঞ্জাব রাজ্যের গুরদাসপুর জেলায় সম্পূর্ণ ব্ল্যাকআউটের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) রাত ৯টা থেকে শুক্রবার (৯ মে) ভোর ৫টা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনা এবং ‘অপারেশন সিঁদুরের’ পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসন আশঙ্কা করছে, সীমান্তবর্তী এলাকা হিসেবে গুরদাসপুর কিছু সম্ভাব্য ঝুঁকির মুখে পড়তে পারে, তাই পূর্ব সতর্কতা হিসেবে ব্ল্যাকআউটের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্ল্যাকআউট চলাকালীন জেলার সব বাসিন্দাকে বাড়ির আলো নিভিয়ে রাখতে বলা হয়েছে। রাস্তাঘাট, দোকান, অফিস ও অন্যান্য স্থাপনাগুলোর আলোও বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। জরুরি পরিষেবাগুলোর জন্য ছাড় দেওয়া হলেও, তা প্রশাসনের অনুমতির আওতায় থাকবে।
অন্যদিকে ভারতের বিরুদ্ধে যদি সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
বৃহস্পতিবার (৮ মে) সকালে ভারত সফরে আসা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে এস জয়শঙ্কর এই বিবৃতি দেন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ এপ্রিল পহেলগাম হামলার পর, ভারত ৭ মে সীমান্ত পার হয়ে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে হামলা চালায়।
তিনি আরও বলেন, আমরা উত্তেজনা বাড়াতে চাই না। তবে যদি আমাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে আমরা খুব কড়া জবাব দেব তাতে কোনো সন্দেহ নেই।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস