শুল্ক এড়াতে ভারত থেকে ১৫ লাখ আইফোন যুক্তরাষ্ট্রে নেয় অ্যাপল

আন্তর্জাতিক ডেস্ক
  ১০ এপ্রিল ২০২৫, ২১:০৬

ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা অতিরিক্ত শুল্ক এড়াতে উৎপাদন বাড়িয়ে ভারত থেকে যুক্তরাষ্ট্রে ৬০০ টন বা ১৫ লাখ আইফোন নিয়ে যায় অ্যাপল। চার্টার্ড কার্গো ফ্লাইটে করে এই ফোনগুলো নেওয়া হয়। সংবাদমাধ্যম রয়টার্সকে একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
বিশ্লেষকরা সতর্ক করে জানিয়েছিলেন, শুল্ক বাড়লে যুক্তরাষ্ট্রে আইফোনের দাম উল্লেখযোগ্য হারে বেড়ে যেতে পারে।
ভারতের ওপর যুক্তরাষ্ট্র ২৬ শতাংশ শুল্ক আরোপ করে। যা চীনের থেকে অনেক কম। যদিও এরই মধ্যে চীন ছাড়া বাকি সবদেশের ওপর আরোপ করা অতিরিক্ত শুল্ক স্থগিত করা হয়েছে।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অ্যাপল মূলত শুল্ক এড়াতে চেয়েছে।
সূত্র ও একজন ভারতীয় সরকারি কর্মকর্তা জানিয়েছেন, মার্চ মাস থেকে ১০০ টন ধারণক্ষমতার প্রায় ছয়টি কার্গো ফ্লাইটে ফোনগুলো নেওয়া হয়, যার মধ্যে একটি এই সপ্তাহে নতুন শুল্ক আরোপের ঠিক আগে।
রয়টার্সের হিসাব অনুযায়ী, একটি আইফোন ১৪ ও এর চার্জিং ক্যাবলের প্যাকেজড ওজন প্রায় ৩৫০ গ্রাম, এতে বোঝায় যে ৬০০ টনের মোট কার্গোতে প্রায় ১৫ লাখ আইফোন ছিল।
এদিকে চীনা পণ্যে নতুন করে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, বিশ্ব বাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি তাদের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিচ্ছি। এটি এখন থেকেই কার্যকর হবে। অদূর ভবিষ্যতে চীন হয়তো এটা বুঝতে সক্ষম হবে যে, তাদের অন্য দেশগুলো ও আমেরিকার ক্ষতি করার দিন শেষ হয়ে এসেছে।
তবে ট্রাম্প আরও বাণিজ্যের ব্যাপারে আগ্রহী এবং প্রশাসনও আলোচনার জন্য প্রস্তুত বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
তিনি এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক দুজনই চীনের ওপর শুল্ক বাড়িয়ে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে পোস্ট দেওয়ার সময় প্রেসিডেন্টের সঙ্গেই ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

সূত্র: রয়টার্স