পাকিস্তানের করাচির অভিজাত হোটেলগুলোকে হুমকি

মার্কিন সরকারি সফরে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ আগস্ট ২০২৫, ১৩:১৫

পাকিস্তানের করাচিতে অভিজাত হোটেলগুলোকে লক্ষ্য করে হুমকির একটি প্রতিবেদন পাওয়া গেছে। এরপর থেকেই নিজ দেশের সরকারি কর্মীদের ঐসব হোটেলে সফরের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১ আগস্ট) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
করাচিতে অবস্থিত ইউ.এস. কনসুলেট জেনারেল এক নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ‘মার্কিন কর্মকর্তারা একটি হুমকির প্রতিবেদন পেয়েছেন, যা করাচির অভিজাত হোটেলগুলোকে লক্ষ্য করে দেওয়া হয়েছে।’
এমন পরিস্থিতিতে এবং  সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে করাচির ঐসব হোটেলে মার্কিন সরকারি কর্মীদের সফর আপাতত সীমিত করা হয়েছে, তে মার্কিন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, এমন হুমকির মুখে তারা বিদেশের পর্যটন কেন্দ্র, হোটেল, বাজার, শপিং মল ও রেস্তোরাঁর মতো জায়গাগুলো কখনও কখনও সরকারি কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ বা সীমিত ঘোষণা করে থাকে।
সতর্কবার্তায় পাকিস্তানে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের প্রতি ভিড় এড়িয়ে চলতে, নিজের অবস্থান ও পরিচয় প্রকাশ না করতে এবং বিশেষ করে যেসব স্থানে পশ্চিমা নাগরিকদের উপস্থিতি বেশি,সেসব স্থানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্র পাকিস্তানের জন্য একটি ট্রাভেল অ্যাডভাইসরি (ভ্রমণ পরামর্শ) চালু রেখেছে। সেখানে সন্ত্রাসবাদ ও সশস্ত্র সংঘাতের ঝুঁকি বিবেচনায় পাকিস্তান ভ্রমণ পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
পাকিস্তানের মহানগরী ও অর্থনৈতিক কেন্দ্র করাচি বহুদিন ধরেই নিরাপত্তা সংকটের মুখে রয়েছে। এর ফলে শহরটি সবসময় কূটনৈতিক সতর্কতার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।