এবার ভালুক তাড়াতে অভিনব ড্রোনের ব্যবহার

ফিচার ডেস্ক
  ১৯ নভেম্বর ২০২৫, ২২:৫৪

জাপানের পাহাড়ি ও গ্রামীণ এলাকায় মানুষের বসতি ঘেঁষে ভালুকের উপস্থিতি বাড়ছে। এসব এলাকায় মানব–বন্যপ্রাণীর সংঘাত কমাতে নতুনভাবে ড্রোন প্রযুক্তির সহায়তা নিচ্ছে স্থানীয় প্রশাসন।
গিফু প্রিফেকচারে সম্প্রতি ভালুক দেখার ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় সরকার একটি ড্রোন পাইলট প্রকল্প চালু করেছে। বিশেষজ্ঞদের মতে, বনে ভালুকের প্রাকৃতিক খাদ্যের ঘাটতি ও অল্প জনসংখ্যা তাদেরকে মানুষের বসতির দিকে ঠেলে দিচ্ছে।
এই সমস্যা মোকাবিলায় ব্যবহৃত ড্রোনগুলোতে সংযুক্ত করা হয়েছে বিশেষ স্পিকার, যেখানে বাজানো হয় শিকারি কুকুরের ডাক। এই শব্দ শুনে ভালুক আতঙ্কিত হয়ে বনেই ফিরে যায়। কিছু ড্রোনে আরও যুক্ত করা হয়েছে আতশবাজি বা ছোট আকারের বিস্ফোরক যন্ত্র, যা ভালুককে দ্রুত এলাকা ছাড়তে বাধ্য করে।   
ভালুকের অবস্থান বা ফল সংগ্রহের চিহ্ন পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে এসব ড্রোন বিশেষভাবে কার্যকর হচ্ছে।
গিফু প্রিফেকচারের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি সফল হলে তা আরও বিস্তৃত এলাকায় চালু করা হবে। প্রাণঘাতী পদ্ধতি এড়িয়ে আধুনিক প্রযুক্তির এই সমাধান পাহাড়ি গ্রামসহ লাখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।