ডোনাল্ড ট্রাম্প-জোহরান মামদানি দ্বন্দ্ব কোথায় গড়াবে

ডেস্ক রিপোর্ট
  ১২ নভেম্বর ২০২৫, ১৪:১৫

নিউইয়র্কের নতুন মেয়র জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। জয়ের ভাষণে মামদানি সরাসরি ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়েছেন, যার জবাবে ট্রাম্প তাঁকে ডেমোক্রেটিক পার্টির ‘কমিউনিস্ট ভবিষ্যৎ’ আখ্যা দেন। এক বিশ্লেষণী প্রতিবেদনে বিবিসি বলছে, এই দ্বন্দ্ব নিউইয়র্কের জন্য সমস্যা তৈরি করবে, কিন্তু মামদানির আশা ট্রাম্পকে মোকাবিলা করে তিনি লক্ষ্য পূরণে সক্ষম হবেন।
ট্রাম্পের সম্ভাব্য বাধা : দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প ফেডারেল ক্ষমতা ব্যবহার করে ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহর, যেমন নিউইয়র্কের ওপর চাপ সৃষ্টি করছেন। নির্বাচনের আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি নির্বাচিত হলে তিনি শহরে তহবিল দেওয়া বন্ধ করে দেবেন।
যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন চলাকালে ট্রাম্প নিউইয়র্কের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের জন্য ১৮০ কোটি মার্কিন ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছেন। বিশেষজ্ঞরা মনে করেন, আরও কাটছাঁট হতে পারে, যা জোহরানের ফ্রি বাস সেবা, ভাড়া স্থির রাখা ও নগর-পরিচালিত মুদিদোকানের মতো নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বাধা দেবে। ফেডারেল তহবিল নিউইয়র্কের বাজেটের প্রায় ৭%।ু ট্রাম্প অপরাধ দমনের কথা বলে ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। যদিও তিনি নিউইয়র্কে সেনা মোতায়েনে অনীহা প্রকাশ করেছেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেন সিদ্ধান্ত পাল্টে যেতে পারে। মামদানি অবশ্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ট্রাম্প প্রশাসন নিউইয়র্কে অভিবাসন তল্লাশি জোরদার করেছে। মামদানি, যিনি নিজেও একজন অভিবাসী, তিনি নিউইয়র্ককে ‘স্যাংকচুয়ারি নগর’ হিসেবে রক্ষার সংকল্প ব্যক্ত করেছেন।
মামদানির চ্যালেঞ্জ ও কৌশল : মামদানিকে তাঁর উচ্চাকাক্সক্ষী নীতি বাস্তবায়ন করতে হলে ট্রাম্পের পাশাপাশি গভর্নরের কাছ থেকে কর বৃদ্ধির অনুমোদন নিতে হবে। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান জেলিজার মনে করেন, মেয়রকে এখন তাঁর কাজের চেয়ে প্রেসিডেন্টকে সামলানোর দিকেই বেশি মনোযোগ দিতে হবে। মামদানি ট্রাম্পের প্রভাব মোকাবিলায় আইনি বিভাগকে শক্তিশালী করতে ২০০ জন অতিরিক্ত আইনজীবী নিয়োগের পরিকল্পনা করেছেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাস্টিন ডে বেনেডিক্টিস-কেসনারের মতে, মামদানি হয়তো জনসমর্থন আদায়ের জন্য কৌশলগতভাবে ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পথ বেছে নেবেন।