রক্তাক্ত নিউ জার্সি, বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে নিহত ২

ডেস্ক রিপোর্ট
  ১৬ নভেম্বর ২০২৫, ২৩:৫৪


নিউ জার্সি স্টেইটের নিউয়ার্কে এক বন্দুকধারীর গুলিতে ১০ বছর বয়সী এক বালক ও ২১ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও তিনজন গুরুতর আহত হন।
আইউইটনেস নিউজ জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে চ্যন্সেলর অ্যাভিনিউয়ের ৩০০ ব্লকে এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যমটির খবরে আরও বলা হয়, ওইদিন ঘটনাস্থল থেকে ক্রমাগত গুলির আওয়াজ শোনা যায়। অতিরিক্ত গোলা বর্ষণের শব্দে স্থানীয় ব্যবসায়ীরা আতঙ্কে লুকিয়ে পড়েন।
পরে বন্দুক হামলার শিকার ৫ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক এক নারী ও বালককে মৃত ঘোষণা করে।
গুলিবিদ্ধ আরও তিনজন ভুক্তভোগীর মধ্যে ১১ বছর বয়সী শিশু, ১৯ বছর বয়সী তরুণী ও ৬০ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। আহতরা এখন শঙ্কামুক্ত অবস্থায় আছেন বলে রবিবার সকালে নিশ্চিত করেছে চিকিৎসক।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বন্দুক হামলার ১৭টি আলামত চিহ্নিত করা হয়েছে। নিউয়ার্কের মেয়র রাস বারাকা হামলাকারীকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানিয়েছেন।
এ ঘটনায় সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়া হামলার কারণ অনুসন্ধানে তদন্ত করছেন পুলিশ কর্মকর্তারা।