ফেডারেল শাটডাউন

বেতন পাবেন কারা, কারা পড়বেন বিপাকে

ডেস্ক রিপোর্ট
  ২৩ অক্টোবর ২০২৫, ১৪:০৮

ইতিহাসের অন্যতম দীর্ঘ শাটডাউনের কবলে দেশ। ফলে ভোগান্তিতে পড়েছে সরকারি কর্মচারীরা। বর্তমানে ১০ লাখের বেশি ফেডারেল কর্মী বেতন ছাড়াই দিন কাটাচ্ছেন।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা কংগ্রেসে নতুন অর্থবছরের জন্য সরকারি সংস্থাগুলোর অর্থায়ন নিয়ে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েন। এই রাজনৈতিক অচলাবস্থার ফলে সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আংশিকভাবে স্থবির হয়ে পড়েছে, আর সবচেয়ে বড় বিপাকে পড়েছেন সাধারণ কর্মীরা।
কারা বেতন পাচ্ছেন-
সিএনএন জানায়, অ্যামেরিকার চলমান সরকার বন্ধ (শাটডাউন)-এর মধ্যেও কিছু কর্মকর্তা নিয়মিত বেতন পাচ্ছেন। অ্যামেরিকার সংবিধান অনুযায়ী, কংগ্রেস সদস্যদের পাশাপাশি সুপ্রিম কোর্টের বিচারপতি ও ফেডারেল বিচারকরাও তাদের বেতন পেতে থাকবেন। একই নিয়ম প্রযোজ্য সেনেট কর্তৃক অনুমোদিত রাজনৈতিক নিযুক্ত কর্মকর্তাদের ক্ষেত্রেও।
বাইপার্টিজান পলিসি সেন্টারের পর্যালোচনা অনুযায়ী, প্রায় ৮ লাখ ৩০ হাজার ফেডারেল কর্মীও শাটডাউন চলাকালীন বেতন পাচ্ছেন। কারণ তাদের বেতন কংগ্রেসের বার্ষিক অর্থায়নের ওপর নির্ভর করেন না। এর পরিবর্তে তারা বেতন পান অন্যান্য ব্যয় পরিকল্পনা থেকে, যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট বা ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট কিংবা ফি ও অন্যান্য উৎস থেকে প্রাপ্ত অর্থের মাধ্যমে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বিশেষ এজেন্টদের বেতন পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। একই সঙ্গে, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের (ডিএইচএস) অধীনে থাকা প্রায় ৭০ হাজার আইনপ্রয়োগকারী কর্মকর্তাও নিয়মিত বেতন পাবেন। এর মধ্যে রয়েছেন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি), ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস), ইউএস সিক্রেট সার্ভিস এবং ডিপার্টমেন্টের অন্যান্য ইউনিটের সদস্যরা।
কারা বেতন পাচ্ছেন না-
বাইপার্টিজান পলিসি সেন্টারের সর্বশেষ হিসেব অনুযায়ী, অ্যামেরিকার চলমান ফেডারেল শাটডাউনে প্রায় ৭ লাখ ৩০ হাজার সরকারি কর্মী বেতন ছাড়া কাজ করছেন। একই সঙ্গে প্রায় ৬ লাখ ৭০ হাজার কর্মীকে অস্থায়ী ছুটিতে পাঠানো হয়েছে।
তবে শাটডাউন দীর্ঘায়িত হওয়ায় বিভিন্ন সরকারি সংস্থা তাদের নীতিতে পরিবর্তন আনছে। উদাহরণস্বরূপ, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) প্রথমে ঘোষণা করেছিল যে তারা ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট- তহবিল ব্যবহার করে তাদের প্রায় ৭৪,৩০০ কর্মীকেই বেতন দিতে পারবে। কিন্তু এক সপ্তাহ পর সংস্থাটি সিদ্ধান্ত পরিবর্তন করে তাদের প্রায় অর্ধেক কর্মীকে সাময়িক ছুটিতে পাঠায়।
চলমান শাটডাউনের কারণে সেনেটের কর্মীদের শুক্রবার বলা হয়েছে যে তারা অক্টোবরের ২০ তারিখের বেতন এবং শাটডাউন চলাকালীন কোনো বেতন পাবেন না।
এদিকে বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে পূর্ণ কার্যক্রম চালানোর জন্য অর্থ তহবিল শেষ হয়ে গেছে। জরুরি কর্মীরা তাদের দায়িত্ব পালন করবেন বেতন ছাড়া, কিন্তু অন্যান্য বিচারক ও আদালতের কর্মীদের অস্থায়ী ছুটিতে (ফারলো) পাঠানো হবে।