
ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বাধীন এলাকা ওরেগন স্টেইটের পোর্টল্যান্ড ও ইলিনয় স্টেইটের শিকাগো শহরে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মোতায়েন করা সেনা সদস্যদের প্রত্যাহার করা হচ্ছে। ডিফেন্স ডিপার্টমেন্টের কর্মকর্তারা শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
এবিসি নিউজ জানায়, শুরু থেকেই শহর দুটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠায় তাদের সরিয়ে নেওয়া হচ্ছে।
গত মাসের শুরুতে পোর্টল্যান্ডকে যুদ্ধবিদ্ধস্ত এলাকা আখ্যা দিয়ে সেখানে ২০০ জন সেনা মোতায়েন করেন ট্রাম্প। পাশাপাশি শিকাগোতে সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ড রুখতে আরও ২০০ জন সেনা পাঠান তিনি।
তবে নগরের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কর্মকাণ্ডে সেনা সদস্যদের হস্তক্ষেপে ক্রমাগত আইনি বাধা আসায় তাদের মাঠ পর্যায়ে কাজ করতে দেখা যায়নি।
জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্টের যেকোনো শহরে সেনা মোতায়েনের ক্ষমতা আছে, কিন্তু পোর্টল্যান্ড ও শিকাগোতে সেনা পাঠানোর সিদ্ধান্তটি অবৈধ বলে রায় দিয়েছে ফেডারেল বিচারক।
অন্যদিকে, সহিংসতার ঘটনা ছাড়াই ট্রাম্পের সেনা মোতায়েনের ঘটনাকে ক্ষমতার অপব্যবহার বলে উল্লেখ করেছেন শহর দুটির দায়িত্বে থাকা ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা।