ক্যালিফোর্নিয়ায় এমপক্সের সংক্রমণ, ভাইরাসটি কী?

ডেস্ক রিপোর্ট
  ১৮ অক্টোবর ২০২৫, ০১:০২

 স্টেইটে স্থানীয়ভাবে মারাত্মক ভাইরাস মাংকিপক্স-এমপক্সে আক্রান্ত এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এবিসি নিউজ।
সংবাদমাধ্যমটির খবরে উল্লেখ করা হয়, আক্রান্ত ব্যক্তি ক্যালিফোর্নিয়ার লং বিচ এলাকার বাসিন্দা। বর্তমানে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা এ ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।
আক্রান্ত ব্যক্তির সাম্প্রতিক ভ্রমণের কোনো রেকর্ড নেই। অর্থাৎ স্থানীয়ভাবেই এ সংক্রমণ ঘটেছে।
কর্তৃপক্ষ জানায়, এর আগে অ্যামেরিকায় কখনও এমপক্সের স্থানীয় পর্যায়ে সংক্রমণ ঘটেনি।
সংক্রমিত ব্যক্তি কোথা থেকে এ ভাইরাসের শিকার হলেন, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
লং বিচের মেয়র রেক্স রিচার্ডসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা সংক্রমণের ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছি।
‘সেই সঙ্গে স্বাস্থ্য কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি যেন ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধ করতে পারি।’

এমপক্স কী
এটি হলো মাংকিপক্স নামের ভাইরাস থেকে সংক্রমিত রোগ।
সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসির তথ্য অনুযায়ী, সাধারণত ক্লেড১ ও ক্লেড২ ভাইরাস থেকে মানুষ এমপক্সে আক্রান্ত হয়ে থাকে।
২০২২ সালে একসঙ্গে ১২২টি দেশে ক্লেড২ ভাইরাসের সংক্রমণে এক লাখ মানুষ অসুস্থ হন। তাদের মধ্যে অ্যামেরিকায় সংক্রমিত রোগীর সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার, তবে ওই সময় সংক্রমণটি ঘটেছিল বাইরের দেশের আক্রান্তদের মাধ্যমে।
বর্তমানে অ্যামেরিকায় এমপক্স ভাইরাসের চিকিৎসায় জিনেওস ভ্যাকসিন ব্যবহার করা হয়।