নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিএনপি এবং আওয়ামীলীগের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। নিউইয়র্ক সময় রোববার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানানো এবং আওয়ামী লীগের পক্ষ থেকে নিউইয়র্কে তাকে প্রতিহত করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসে একটি স্বাগত সমাবেশ করে। সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয়। সমাবেশে প্রায় ২শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির সমাবেশের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, শিকাগো, বোস্টন, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সি, কানেকটিকাট থেকে জ্যকসন হাইটসে জড়ো হতে শুরু করে। প্রায় ৫০জনের মতো নেতাকর্মী ইউনূস বিরোধী শ্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা উপস্থিত বিএনপি নেতাকর্মীদেরকেও উদ্দ্যেশ্য করে শ্লোগান দেয়। বিএনপি নেতাকর্মীরা তাদেরকে জ্যাকসন হাইটস থেকে চলে যেতে বলে। এসময় কথা কাটাকাটির এ পর্যায়ে দু গ্রুপের মধ্যে হতাহাতির ঘটনা ঘটে। পরে নিইইয়র্ক পুলিশ এসে তাদে ছত্রভঙ্গ করে দেয়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট ইনকিলাবকে বলেন, ইউনূস একজন বিশ্বব্যাপী সমাদৃত লোক। আমরা খুশি যে তার মতো একজন প্রতিভাবান লোক বর্তমানে বাংলাদেশের সরকার প্রধান। বাংলাদেশের নাগরিক হিসেবে তাকে স্বাগত জানানো আমাদের নৈতিক দায়িত্ব। কিন্তু আওয়ামীলীগের কিছু লোক তাকে নানাভাবে অপমান করার সব রকম আয়োজনে ব্যস্ত। আমরা এটি কোনভাবে যুক্তরাষ্ট্রে হতে দিবো না।
তিনি অভিযোগ করেন, জ্যকসন হাইটসে তারা কোন কারণ ছাড়াই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি গণমাধ্যমকে জ্যকসন হাইটসের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে জন এফ কেনেডি বিমানবন্দরে এবং জাতিসংঘের অফিসের সামনে নানা গ্রুপে বিভক্ত হয়ে ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করবেন আওয়ামী লীগ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সামাদ আজাদ, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ও সেক্রেটারি ডা. মোহাম্মদ আলী মানিক এবং নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী সংবাদমাধ্যমকে এ কর্মসূচির কথা নিশ্চিত করেছেন।
মুহম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, তার সামনেও প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শনের কথা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের।
শুক্রবার জাতিসংঘে মুহম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ-সমাবেশের ডাক দিয়েছে দলটি।
পরের দিন টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে মুহম্মদ ইউনূসের মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করতে নিউইয়র্ক সিটি প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছে বলে দলের নেতাকর্মীরা বলেছেন।