কুইন্সে বাংলাদেশি তরুণ উইন রোজারিওকে হত্যার ঘটনায় নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডির দুই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে এনওয়াই ডেইলি নিউজ।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ১৯ বছর বয়সী রোজারিওর প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার দুই কর্মকর্তার বিরুদ্ধে কারও মুখোমুখি হয়ে বলপ্রয়োগের বিধি লঙ্ঘনের চারটি অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশন সংশ্লিষ্ট সূত্রের বরাতে ডেইলি নিউজ জানায়, আবশ্যিকতা ছাড়া রোজারিওকে দুইবার গুলি এবং টেজার স্টান গান ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এনওয়াইপিডি কর্মকর্তা সালভাতোর অ্যালোঙ্গিকে।
সূত্রটি আরও জানায়, ওজন পার্ক এলাকার বাসায় ২০২৪ সালের ২৭ মার্চ মুখোমুখি অবস্থানে থাকার সময় রোজারিওকে তিনটি গুলির মাধ্যমে ভুল বলপ্রয়োগের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে আরেক কর্মকর্তা ম্যাথু সিয়ানফ্রকোকে।
ওয়াকিবহাল সূত্রটি আরও জানায়, যথাযথ আইনি কর্তৃত্ব ছাড়া রোজারিও বাসায় প্রবেশ করা দুই কর্মকর্তার বিরুদ্ধে এনওয়াইপিডির সুশৃঙ্খলার বিপরীত কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে নিউ ইয়র্ক সিটি সিভিলিয়ান কমপ্লেইন্ট রিভিউ বোর্ড-সিসিআরবির মুখপাত্র ডাকোটা গার্ডনার কোনো মন্তব্য করতে রাজি হননি।
এক বিবৃতিতে গার্ডনার জানান, অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে এনওয়াইপিডি যে অভিযোগ এনেছে, তাতে বোর্ড সন্তুষ্ট। মারাত্মক অসদাচরণের উল্লেখযোগ্য অভিযোগের আদর্শ প্রক্রিয়া মেনে বিষয়টি উত্থাপনের জন্য সিসিআরবি প্রস্তুত।
এর আগে রোজারিও হত্যায় সিটির স্বাধীন তদন্ত সংস্থা সিসিআরবির তদন্তে পুলিশের বিরুদ্ধে আটটি অভিযোগ সত্য প্রমাণ হয়।
তথ্যসূত্র:টিবিএন২৪