আমেরিকার লং আইল্যান্ডে শপিং মলে ভয়াবহ আগুন

ডেস্ক রিপোর্ট
  ১৯ অক্টোবর ২০২৫, ১৪:২০

আমেরিকার লং আইল্যান্ডের ওশানসাইডে একটি শপিং মলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আইউইটনেস নিউজ জানায়, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ওশানসাইডের লং বিচ রোডের পাশে একটি শপিং মলের এক পাশে আগুন লাগে।
আগুন নেভানোর আগেই ভবনে থাকা এএএ ভ্যাকুম কোং নামের একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়। দোকানে থাকা মালামাল কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
তবে আশেপাশের দোকানগুলোতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নিশ্চিত নয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে পুলিশ।
ভবনে আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন তদন্ত কর্মকর্তারা।