ছাত্রের কাঁধব্যাগে বন্দুক, কুইন্সের স্কুলে কড়া নিরাপত্তা

ডেস্ক রিপোর্ট
  ২১ সেপ্টেম্বর ২০২৫, ০০:১০


পুলিশ সম্ভাব্য একটি বন্দুক হামলা থামানোর পর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে নিউ ইয়র্ক সিটির কুইন্সের একটি স্কুলে।
আইউইটনেস নিউজ শুক্রবার জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগজনক ছবি পোস্ট করার পর কিশোর শিক্ষার্থীর কাঁধব্যাগ থেকে গুলিভর্তি হ্যান্ডগান উদ্ধার করে পুলিশ।
কুইন্সের বেসাইডের একটি স্কুলে ছিল ১৬ বছরের কিশোরটি। সে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হুমকি সংবলিত পোস্টটি করে।
পরে পুলিশ তার কাঁধব্যাগে ১৩টি গুলি থাকা বন্দুক পায়।
আইউইটনেস নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, হুমকির বিষয়ে কেউ একজন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন-এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করে। ফেডারেল সংস্থাটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ফোন নম্বরটি শনাক্ত করে।
পরবর্তী সময়ে লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানতে পারে, ছেলেটির অবস্থান কুইন্সের বেঞ্জামিন কারদোজো হাই স্কুলে।
এ তথ্যের ভিত্তিতে এফবিআই বিষয়টি অবহিত করে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট-এনওয়াইপিডিকে। পরে এনওয়াইপিডি এ বিষয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করে।
স্কুলছাত্রের অপরাধের অতীত রেকর্ড নেই। তাকে শ্রেণিকক্ষের বাইরে নিয়ে দুই ঘণ্টার বেশি সময় গ্রেপ্তার রাখা হয়।
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, ওই ছাত্রের এক অভিভাবক যোগাযোগ করে তার ব্যাগ তল্লাশির অনুমতি দেন। এরপর তার কাঁধব্যাগ তল্লাশি চালিয়ে এনওয়াইপিডি কর্মকর্তারা কালো রঙের আধা স্বয়ংক্রিয় হ্যান্ডগান জব্দ করে, যেটির ম্যাগাজিনে ১৩টি গুলি ছিল।

তথ্যসূত্র:টিবিএন২৪